নূর মোহাম্মদ: [২] জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে জাকাতের অর্থ আত্মসাতের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে করা আবেদন শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার আংশিক শুনানি শেষে আগামী ১১ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
[৩] আদালতে মাওলানা সাঈদীর পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও মুজাহিদুল ইসলাম শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সরোয়ার হোসেন বাপ্পী।। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান।
[৪] আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, মাওলানা সাঈদীর পক্ষে সিনিয়র আইনজীবী এজে মোহাম্মদ আলী শুনানিতে মামলার এফআইআর পড়ে দেখান তার বিরুদ্ধে যাকাতের অর্থ গ্রহণ ও বন্টনে কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি আদালতে দেখিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা রাষ্ট্রপক্ষের ২৫ জন সাক্ষীর জবানবন্দী নিয়েছেন। সেখানে মাওলানা সাঈদীর নাম উল্লেখ করে কোন সাক্ষী কিছু বলেনি।
[৫] এর আগে জাকাতের অর্থ আত্মসাতের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টি বাতিল চেয়ে গত ৩১ জানুয়ারি হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের (ইফার) জাকাতের অর্থ আত্মসাতের মামলায় বিচারিক আদালতে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ বাতিল এবং অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে এ আবেদন করা হয়েছে।
[৬] গত ১১ জানুয়ারি রাজধানীর পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক সৈয়দা হোসনে আরা অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একইসঙ্গে, এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর জন্য আগামী ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
[৭] আসামিদের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদী মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু সাজা মাথায় নিয়ে কারাগারে আছেন। আবুল কালাম আজাদ ও আব্দুল হক পলাতক রয়েছেন। অপর তিন আসামি জামিনে রয়েছেন। এ মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়েছিল। তবে সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন শাহজাহান মারা যাওয়ায় তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।