শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৩ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে লাখ টাকা উদ্ধার করল সিএমপির ট্রাফিক পুলিশ

রিয়াজুর রহমান: [২] আটক পকেটমারের নাম মো. সোহাগ শেখ (৩৫)। তিনি গাজীপুর জেলার কালিয়াকৈর মদ্দপাড়া এলাকার মো. ইয়াকুব আলী শেখের ছেলে।

[৩] বুধবার (৩ ফেব্রুয়ারি) বিকালে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করলে তার কাছে ১ লাখ টাকা পাওয়া যায়। ট্রাফিক পুলিশের সদস্যরা পকেটমারকে ধরে পাঁচলাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

[৪] এবিষয় সিএমপির ট্রাফিক উত্তর বিভাগের টিআই (প্রশাসন) মো. মশিউর রহমান বলেন, প্রবর্তক মোড় এলাকায় বাসে এক লোকের চিৎকার শুনে ট্রাফিক পুলিশের সদস্যরা এগিয়ে গেলে তারা জানতে পারেন কবির আহম্মদ নামে এক ব্যক্তির ১ লাখ টাকা কেউ নিয়ে ফেলেছে।

[৫] তখন সেখানে দায়িত্ব পালন করা সার্জেন্ট কবির হোসেন, কনস্টেবল সজল কুমার ও মো. হাবিবুল্লাহ ওই বাস থামিয়ে তল্লাশি শুরু করলে এক লোক বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে পকেটমারকে ধরে আটক করেন।

[৬] উল্লেখ্য, কক্সবাজারের চকরিয়া থেকে ট্রাভেল এজেন্সিতে ভিসার জন্য টাকা দিতে চট্টগ্রামে এসেছিলেন কবির আহম্মদ (৩৫)। মুরাদপুরে বাস থেকে নেমে আরেকটি বাসে উঠে রিয়াজউদ্দিন বাজার যাচ্ছিলেন তিনি। পথে প্রবর্তক মোড় এলাকায় দেখেন তার পকেটে থাকা ১ লাখ টাকা নেই। তিনি হৈচৈ শুরু করলে সেখানে দায়িত্ব পালন করা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক উত্তর বিভাগের সার্জেন্ট কবির হোসেন, কনস্টেবল সজল কুমার ও মো. হাবিবুল্লাহ বিষয়টি প্রথমে লক্ষ্য করেন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়