কূটনৈতিক প্রতিবেদক: [২] ড. মোমেন বলেন, খুবই দুঃখজনক আমাদের একজন জামাই এটির সঙ্গে যুক্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বডিগার্ড নিয়োগ করেননি, তার দলের লোকেরাই তার বডিগার্ড। আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত।
[৩] আল জাজিরার কাজ মুসলমান দেশগুলোর দোষ বের করা বলেও মন্তব্য করেন মোমেন।[৭] তিনি বলেন, অনেকের ধারণা টাকা দিয়ে নিউজ করাচ্ছে। আর তারা ঢোল বাজাচ্ছে। খুবই দুঃখজনক আল জাজিরা বিশ্বাস যোগ্যতা হারাচ্ছে। তবে দেশে তাদের সম্প্রচার বন্ধ করার কোনও চিন্তাভাবনা নেই।
[৪] বুধবার তিনি নিজ দপ্তরে সাংবাদিকদের বলেন, মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাবো। চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের উপর আস্থা রাখছি।
[৫] অনেকেই আশংকা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে বাংলাদেশে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের গ্রহণ করবে না বাংলাদেশ।
[৬] মন্ত্রী জানান, ২৬ মার্চ ঢাকা সফরে এসে টুঙ্গিপাড়া যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র মোদি। সম্পাদনা: রায়হান রাজীব