শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৬ সকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বনামধন্য কোম্পানির বস্তায় বিক্রি টিসিবি’র আটা, ডিলারকে জরিমানা

এএইচ রাফি: ব্রাহ্মণবাড়িয়ায় মোড়ক বদল করে টিসিবি পণ্য বিক্রয়ের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় এক ডিলারকে ৬০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বেলা আড়াইটার দিকে আনন্দবাজার বাজারের তানিম এন্টারপ্রাইজ নামে এক টিসিবি ডিলারকে জরিমানা করা হয়। এই সময় এ ধরণের কাজ করছেন স্বীকার করে আর করবেন না বলে মুচলেকা দেন ডিলার। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান।

খোঁজ নিয়ে জানা যায়, একটি স্বনামধন্য কোম্পানি ব্রাহ্মণবাড়িয়ার বাজারে তাদের আটা বিক্রয় কমে যাওয়ার তথ্য পায়। বিষয়টি তারা সাংবাদিকদের জানায়। সেই মোতাবেক টিসিবি’র ওই পরিবেশকের কাছে আটা কিনতে যান স্থানীয় এক সাংবাদিক। একটি কোম্পানির বস্তা থেকে আটা বের করে দেয়া হলেও সেগুলো ওই কম্পানির নয় বলে চ্যালেঞ্জ ছুড়েন সাংবাদিক। এতে টনক নড়ে ব্যবসায়ির। প্রথমে জানানো হয় ওই এক বস্তা আটাই আছে, যা খোলা আটা হলেও কোম্পানির বস্তায় রাখা হয়েছে। তবে ওই সাংবাদিকের সন্দেহ হলে ভেতরে গিয়ে দেখেন একই রকম বস্তায় আরো প্রচুর আটা রাখা আছে।

পরে সাংবাদিকের মাধ্যমে খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পৌর এলাকার আনন্দ বাজারের তানিম এন্টারপ্রাইজ নামে টিসিবি ডিলারকে জরিমানা করা হয় ৬০ হাজার টাকা। পাশাপাশি এ ধরণের কাজ করছেন করবেন না বলে মুচলেকা দেন ডিলারের স্বত্বাধিকারির ভাই খোকন মিয়া। তবে স্বত্বাধিকারি হোসেন মিয়া তখন সটকে পড়েন।

খোঁজ নিয়ে জানা গেছে, তানিম এন্টারপ্রাইজ থেকে বেশ কিছুদিন যাবত অন্য একটি কোম্পানির বস্তায় ঢুকিয়ে নিজ দোকান থেকে খুচরা বিক্রি করা হতো। পাশাপাশি বেশ কিছু দোকানেও বস্তা সরবরাহ করেন। এসব বস্তা বেকারিসহ বিভিন্ন দোকান থেকে কিনে আনা হতো। এছাড়া বসুন্ধরার বস্তার মতো অবিকল সিলও মেরে আনা হতো।

টিসিবি’র পরিবেশক হোসেন মিয়া বিষয়টি স্বীকার করে নিয়ে সটকে পড়েন। এক পর্যায়ে স্থানীয় দুই একজন ব্যবসায়ি এমন আর হবে না মর্মে উল্লেখ করে মীমাংসা করে দেয়ার প্রস্তাব দেন। তবে সাংবাদিকরা এতে রাজি হন নি।

বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়াকে জানানো হয়। ওনার নির্দেশে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত এ সময় তানিম এন্টারপ্রাইজকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি যেসব বস্তায় আটা রাখা হয়েছিল সেগুলো ছিড়ে দেয়া হয়। অভিযানের সময় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মেহেদী হাসানসহ সদর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মশিউজ্জামান বলেন, ‘ওই ব্যবসায়ি খোলা আটা একটি কোম্পানির বস্তায় ভরে বিক্রি করার কথা স্বীকার করেছেন। তাঁকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিনি এমন করবেন না বলে মুচলেকা দিয়েছেন। তবে আটাগুলো টিসিবি’র কি-না সেটা নিশ্চিত হওয়া যায় নি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়