শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৪ রাত
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্দিষ্ট বিক্রয় কেন্দ্র ছাড়াও অতিরিক্ত ৪ ট্রাকের মাধ্যমে রাজধানীতে ওএমএস’র চাল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার

আনিস তপন: [২] ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকেই ট্রাকের মাধ্যমে এই চাল বিক্রি শুরু হয়েছে বলে বুধবার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে জানানো হয়।

[৩] প্রতি ট্রাকে দৈনিক ৩ মে.টন হিসেবে অতিরিক্তর ১২ মে.টন চাল বিক্রি শুরু করছে খাদ্য অধিদপ্তর।

[৪] খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে সরকার সারাদেশের নির্ধারিত কিছু বিক্রয় কেন্দ্রে ওএমএস’র চাল সুলভ মূলে বিক্রি করছে সরকার।

[৫] তাতে বলা হয়েছে, খাদ্য মন্ত্রণালয় ওএমএস’র মাধ্যমে ঢাকা মহানগরীতে অ, ই, ঈ ক্যাটাগরিতে ১২৪টি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে দৈনিক প্রতি কেন্দ্রে ১ থেকে দেড় মেট্রিক টন আটা এবং ১ মেট্রিক টন চাল বিক্রয় করছে।

[৬] একইসাথে শ্রমঘন ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর এই ৪টি জেলায় ১৪৭ টি কেন্দ্রের মাধ্যমে প্রতি কেন্দ্রে দৈনিক ২ মেট্রিক টন আটা এবং ১ মেট্রিক টন চাল বিক্রি করছে।

[৭] অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে মোট ৪৩২ টি বিক্রয় কেন্দ্রের প্রতি কেন্দ্রে দৈনিক ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বিক্রয় করছে।

[৮] এছাড়াও ইনোভেশন কার্যক্রমের আওতায় সচিবালয় প্রাঙ্গণে দৈনিক ২ মেট্রিক টন এবং মতিঝিল ও আজিমপুর এলাকার প্রতি কেন্দ্রে দৈনিক ১ মোট্রিক টন প্যাকেট আটা বিক্রয় করছে সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়