শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৫ দুপুর
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রীড়া পরিষদের সচিব বললেন, অগ্রাধিকার ভিত্তিতে অ্যাথলিটরা ভ্যাকসিন পাবেন

নিজস্ব প্রতিবেদক: [২] বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) টোকিও অলিম্পিকে অংশ নেওয়া আর্চার রোমান সানাসহ বেশ কয়েকজন সম্ভাবনাময়ী অ্যাথলিটদের ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারে উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এ বিষয়টি নিয়ে চিঠি দিয়েছে বিওএ। অগ্রাধিকার ভিত্তিতে অ্যাথলিটদের ভ্যাকসিন দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম।

[৩] করোনার কঠিন পরিস্থিতি বিবেচনায় এক বছর পিছিয়ে চলতি বছরের জুলাইয়ে জাপানে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। যদিও গেমসে অংশ নেওয়া অ্যাথলিটদের ভ্যাকসিনের ওপর গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

[৪] বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞে এবার বাংলাদেশ থেকে আর্চার রোমান সানা সরাসরি অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন। এ ছাড়া অলিম্পিকের আগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক টুর্নামেন্টে, বেশকটি ডিসিপ্লিনের অ্যাথলিটরা নিজেদের প্রমাণ করতে পারলে ওয়াইল্ড কার্ড পাওয়ার সুযোগ থাকছে।

[৫] কোভিড নাইন্টিন পরিস্থিতি মাথায় রেখে টোকিও অলিম্পিকে অংশ নেওয়া অ্যাথলিটদের ভ্যাকসিন প্রয়োগের ব্যাপারে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন। এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে এ বিষয়টি নিয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর।

[৬] দেশে করোনার ভ্যাকসিন আসার সঙ্গে সবার মধ্যে স্বস্তি বিরাজ করছে। বিশেষ ব্যবস্থাপনায় করোনার টিকা পৌঁছে দেওয়া হচ্ছে জেলায় জেলায়। যেখানে অ্যাথলিটদের জন্যও ব্যবস্থা রেখেছে সরকার। তারপরও অগ্রাধিকার ভিত্তিতে অলিম্পিকে অংশ নেয়া অ্যাথলিটদের ভ্যাকসিন দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ক্রীড়া পরিষদের সচিব মো. মাসুদ করিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়