রাজু চৌধুরী : সদ্য প্রয়াত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর তারেক সোলায়মান সেলিমের স্ত্রী হাসিনা খানম ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন । নতুন তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে হাসিনা খানমের পক্ষে তার পরিবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেয়। এ সময় উপস্থিত ছিলেন তারেক সোলায়মানের বড় ছেলে মোহাইমিন তারেক রাতুল, মেয়ে তাফান্নুম তারেক ফেরদৌস সুবাহ, ভাই তারেক ইমতিয়াজ ইমতু, তারেক ইফতেখার ইফু ও তারেক নোমান।গত ১৮ জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম। তার মৃত্যুতে ওই ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
সেলিম ছাত্রজীবনে সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন। পরে তিনি নগর ছাত্রলীগের সভাপতি হন। কেন্দ্রীয় খেলাঘর আসরের সদস্য সেলিম জুঁই খেলাঘর আসরের সাবেক সভাপতি। তিনি নগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সাবেক সদস্য।
১৯৯৪ সালে প্রথমবারের মতো তিনি আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন।