শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে উঠেছে রিকশা চালিয়ে সংসারের হালধরা স্কুলছাত্রী শম্পা, পেয়েছে মুদি দোকান

শরিফুল ইসলাম : [২] সড়ক দুর্ঘটনায় পঙ্গুগুত্ববরণকারী দরিদ্র রিকশাভ্যানচালক বাবার রিকশা চালিয়ে জীবিকায় নামা চতুর্থ শ্রেণির ছাত্রী অদম্য সেই শিশু শম্পাদের ঘরে এখন খুশির বন্যা। সামাজিক যোগাযোগ ও বিভিন্ন সংবাদ মাধ্যমে শিশু শম্পার রিকশা চালানোর পেশার বিষয়টি নজরে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শম্পার পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন।

[৩] মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর অনুদানে এই পরিবারকে বসবাসের জন্য একটি আধাপাকা ঘর ও আয়রোজগারের জন্য এক লাখ টাকায় একটি মুদি দোকান করে দিয়েছে জেলা ও সদর উপজেলা প্রশাসন।

[৪] শম্পার পড়ালেখা ও নতুন জামাকাপড় কেনার জন্য তাকে ২০ হাজার টাকার অনুদানও দিয়েছেন প্রধানমন্ত্রী।

[৫]প্রধানমন্ত্রীর পক্ষে তার উপহারের নতুন আধাপাকা ঘর ও মুদি দোকান ‘শম্পা এন্টারপ্রাইজ’ উদ্বোধন উপলক্ষে রোববার জামালপুর সদরের কেন্দুয়া ইউনিয়নের নাকাটি গ্রামে শম্পাদের বাড়ির সামনে স্বাস্থ্যবিধি মেনে জামালপুর সদর উপজেলা প্রশাসন এক অনুষ্ঠানের আয়োজন করে।

[৬] সদরের ইউএনও ফরিদা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

[৭] এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা
পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদরের এসিল্যাণ্ড মাহমুদা বেগম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, কেন্দুয়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মনজু, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল হক, সাবেক প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল আনসারী প্রমুখ।

[৮] জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক তার বক্তব্যে বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে শম্পার রিকশা চালিয়ে জীবিকা নির্বাহের সংবাদটি মাননীয় প্রধানমন্ত্রী জানতে পেরে আবেগ আপ্লুত হয়ে অসহায় এই পরিবারকে পুনর্বাসনের নির্দেশ দেন।

[৯] একইসঙ্গে শম্পার শিশুশ্রম বন্ধ করে তাকে লেখাপড়া করার জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে দুর্ঘটনায় পঙ্গত্ববরণকারী শম্পার বাবা শফিকুল ইসলামকে ঢাকায় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হয়েছে।

[১০] জেলা প্রশাসক আরও বলেন, এতটুক মেয়েটা যদি রিকশাচালিয়ে সংসারের হাল ধরতে পারে, তাহলে সে পড়ালেখাও করতে পারবে। তাই শম্পার পড়ালেখার খরচ এবং নতুন জামাকাপড় কেনার জন্য প্রধানমন্ত্রী আরও ২০ হাজার টাকা অনুদান দিয়েছেন শম্পার জন্য। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়