শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৯ সকাল
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উন্নয়নের কথা না বলে সরকারের সমালোচনা করায় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে: আমু

মনিরুল ইসলাম : [২] আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, উন্নয়নের কথা না বলে শুধু সরকারের সমালোচনা করায় জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। বিভিন্ন নির্বাচনে রায়ে তার প্রমাণ পাওয়া যাচ্ছে।

[৩] মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

[৪] স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনায় আরো অংশ নেন প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী, পানিসম্পদ প্রতিমন্ত্রী শাহে আলম, সরকারী দলের সদস্য মনোরঞ্জন শীল গোপাল, কাজী মনিরুল ইসলাম প্রমূখ।

[৫] আমির হোসেন আমু বলেন, আজকে বিএনপি দেশের উন্নয়ন দেখে না, বিশ্ব যেখানে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। আমার দেশের বন্ধুরা যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রতিপক্ষ ছিল তারাই আজকে দল গঠন করে তাদের সাথে জোট নির্মাণ করে, তাদের সাথে ক্ষমতা ভাগাভাগি করে।

[৬] তিনি বলেন, ’৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসার পর বিজয় মিছিল পর্যন্ত করি নাই। তাদের গায়ে একটা ফুলের টোকা পর্যন্ত দেই নাই। একমাত্র ২০০১ সালে শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। এরপর তারা ক্ষমতায় আসার পর আমরা কি দেখলাম? তারা ভুলে গেল আমাদের আচার- আচরণ। সেই পাকিস্তানী কায়দায় আমাদের ৩৩ হাজার লোককে হত্যা করলো।

[৭] আমু বলেন, আজকে যখন তারা গণতন্ত্রের নামাবলি গায়ে দেওয়ার চেষ্টা করে, আজকে যখন তারা এই সমস্ত কথা বলে। আজকে উন্নয়নের কথা না বলে শুধু সমালোচনা করে তখন মানুষ তাদের প্রত্যাখ্যান করাই স্বাভাবিক। তিনি বলেন, যারা এই দেশে রাজনীতি করতে চান, এই দেশের মনোভাবাপন্ন হতে হবে। মুক্তিযুদ্ধের চেতনার মনোভাবাপন্ন হতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নিয়ে তাদের রাজনীতির ময়দানে আসতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়