রাহুল রাজ: [২] ম্যাচটিতে টসে হেরে বাংলা টাইগার্সের আগে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে পুনে ডেভিলস। যেখানে সর্বোচ্চ ৪৮ রান করে কলার কেডমোর।
[৩] জবাবে ব্যাট করতে নেমে ভাল সূচনার আভাস দিচ্ছিল বাংলা টাইগার্সের দুই ওপেনার জনসন চার্লস ও আন্দ্রে ফ্লেচার। তবে সেই জুটি বেশি বড় হতে দেননি আমির। দলীয় ২৩ রানে চার্লস ফিরলে ভাঙে জুটি।
[৪] তবে এরপর ঝড় তোলেন টম মোরস। অভিষেক ম্যাচে নিজের প্রথম ওভারে ৯ রান দেওয়া মনির দ্বিতীয় ওভারে এসে দেন ২৩ রান। যেখানে ৩ ছক্কা হাঁকান টম মোরস। তার অপরাজিত ১২ বলে ৩৮ ও চিরাগ সুরির ১৫ বলে অপরাজিত ৩০ রানে ৮.৫ ওভারেই জয় তুলে নেয় বাংলা টাইগার্স।
[৫] সংক্ষিপ্ত স্কোর:
পুনে ডেভিলস ১১৫/৩(১০)
কলার কেডমোর ৪৮(২৫), ডেভিস ৪১(২১)
ফারুকী ১/১৬
বাংলা টাইগার্স ১১৯/২(৮.৫)
টম মুরস ৩৮(১২), চিরাগ সুরি ৩০(১৫)
আমির ১/১৪