শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত ও ইংল্যান্ড টেস্টের পিচ বানাচ্ছেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের পর এবার নিজের দেশে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে তেঁতে আছে ভারতীয় ক্রিকেট দল। ইংলিশ দলটিও সদ্য শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে বেশ চনমনে। এবার দুই শক্তিশালী দলের লড়াইয়ের জন্য পিচ তৈরি করছেন একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার।

ভি রমেশ কুমার নামে এই কিউরেটর ক্রিকেটের সঙ্গে জড়িত থাকলেও কখনো প্রথম শ্রেণীর ক্রিকেটের পিচও বানাননি। তবে বয়সভিত্তিক পিচ বানানোর অভিজ্ঞতা রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা বলতে আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিজ্ঞ পিচ কিউরেটর দলজিত সিংহের কাছে একটি কোর্স করা।

২০১৮ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে কোর্স পাশ করার পর রমেশ অনূর্ধ্ব-১৬, ১৯ ও ২৩ দলের খেলার জন্য পিচ বানিয়েছেন। এ ছাড়া আইপিএল চলাকালীন ভারতের বিভিন্ন ভেন্যুতে গিয়েছেন অভিজ্ঞতা নেওয়ার জন্য।

তার কাঁধেই পিচ বানানোর দায়িত্ব তুলে দেয় তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন (টিএনসিএ)। ইঞ্জিনায়ার রমেশের আছে ব্যবসা প্রতিষ্ঠানও। তাইতো টিএনসিএ থেকে পিচ বানানোর প্রস্তাব পাওয়ার পর দুইদিন সময় নেন পরিবারের সঙ্গে আলোচনার জন্য।

রমেশ বলেন, প্রস্তাব পেয়েই আমি বিস্মিত হই। আমি টিএনসিএ থেকে দুই দিন সময় নিই আমার পরিবারের সঙ্গে আলোচনার জন্য। কিভাবে ব্যবসা প্রতিষ্ঠান চালানোর পাশে এই দায়িত্বে থাকবো এটার জন্য আলোচনার প্রয়োজন ছিল।

চেন্নাইয়ের এম এ চিদাম্বারম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম দুই টেস্ট। দুই টেস্টের জন্য চারটি পিচ তৈরি করছেন রমেশ। পিচের কন্ডিশন সম্পর্কেও কথা বলেছেন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে যাওয়া এই কিউরেটর। প্রথম টেস্ট শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। আর দ্বিতীয় টেস্ট ১৩ ফেব্রুয়ারি। এই দুই টেস্টই হবে চেন্নাইয়ে। - ক্রিকইনফো / ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়