শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ আলী বোখারী: আন্তর্জাতিক আরবাঈন উৎসবে পুরস্কৃত হলেন বাংলাদেশি সৈয়দ মূসা রেজা

মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে: ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবাঈন চিত্রকৌশল উৎসব প্রতিযোগিতায় ২২টি দেশের হাজারোধিক প্রতিযোগি থেকে মোট বিজয়ী ৮০ জন প্রার্থীর মাঝে একমাত্র বাংলাদেশি সৈয়দ মূসা রেজা পারভেজ গত বুধবার পুরস্কৃত হয়েছেন।

তিনি রেডিও তেহরানের বাংলা বিভাগের সহকর্মী। এতে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা, আইআরআইবি’র অভ্যন্তরীণ ও বর্হিবিশ্ব কার্যক্রমের উপপ্রধান হুজ্জাতুল ইসলাম মুসাভি মোকাদ্দেম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সংবাদ সূত্রে প্রকাশ, চলতি বছর আরআইআইবি’র পক্ষ থেকে প্রথমবারের মতো ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়। তবে পারিভাষিক অর্থে ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ইমাম হোসেন (আ.)-এর শাহাদতের চল্লিশ দিন উপলক্ষে কারবালা অভিমুখে প্রতি বছর ৪২৫ মাইলের যে শোকপদযাত্রা বা ‘পিলগ্রিমেজ’ ঘটে তাকে আরবাঈন বলা হয়। ২০০৯ সাল থেকে এই লাখো মানুষের সমাবেশটি বিবিসি ও অন্যান্য গণমাধ্যমে ‘সর্ববৃহৎ শান্তিপূর্ণ সম্মিলন’ হিসেবে বিবেচিত।

এ বছর করোনা মহামারির কারণে সেটিকে ঘিরেই ওই প্রতিযোগিতায় পুরস্কার নির্ধারণের ক্ষেত্রে ৮ হাজার ৬০০ ছবি, ভিডিও ও রেডিও অনুষ্ঠান জমা পড়ে। সৈয়দ মূসা রেজা একাধিকবার ওই পদযাত্রায় অংশ নিয়ে নিজের তোলা ছবি তাতে জমা দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়