শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২১, ০৮:৪৫ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২১, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিমানবন্দরে যাত্রীর পেটে থেকে ২ হাজার ৮০ পিস ইয়াবা উদ্ধার!

সুজন কৈরী : পেটের মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রবেশের সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এএপি)। তারা হলেন- মাদক চোরাকারবারি গোলাম মোস্তফা মণ্ডল। তাকে নিতে বিমানবন্দরে যাওয়ার পর গ্রেপ্তার হন সহযোগী মোহাম্মদ আলী হজো।

শনিবার দুপুরে কক্সবাজার থেকে আসা একটি ফ্লাইট বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের গ্রেপ্তার করা হয়।

এএপি সূত্র জানায়, কক্সবাজার থেকে ইউএস-বাংলার একটি বিমান দুপুর একটার দিকে বিমানবন্দরে ল্যান্ড করে। এ সময় সন্দেহ হলে গোলাম মোস্তফা মন্ডলকে চ্যালেঞ্জ করেন দায়িত্বরত এএপির সদস্যরা। ইয়াবা থাকার বিষয়ে জিজ্ঞাসাবাদে অস্বীকার করলে এক্সরে করলে তার পেটে ইয়াবা থাকার অস্তিত্ব পাওয়া যায়। পরে পেট থেকে ২ হাজার ৮০ পিস ইয়াবা বের করে দেন মোস্তফা মন্ডল।

এএপি জানায়, মোহাম্মদ আলী সিএনজি চালিত অটোরিকশা নিয়ে মোস্তফাকে নিতে বিমানবন্দরে গিয়েছিলেন। পরে তাকেও গ্রেপ্তার করা হয়।

এএপির অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সহযোগী সেলিম কক্সবাজারের কলাতলীর একটি হোটেলে মোস্তফাকে ইয়াবা খাইয়ে পাচার করতে পাঠান। সেগুলো ঢাকায় এসে আরেক সহযোগী রহমানের কাছে পৌঁছানোর কথা ছিলো। এর আগেও একইভাবে তারা কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে এসে পাচার করেছেন। এ ঘটনায় বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ
  • জনপ্রিয়