শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২১, ০৯:১০ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২১, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুপুরে থানায় জিডি, রাতে পরিবারসহ কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট: বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল শুক্রবার দুপুরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পর রাতেই পরিবারসহ কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। বিট পুলিশিং সভায় মাদক বিরোধী বক্তব্য দেওয়ায় উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক মানিকুর রহমান মানিক (৪৮) ও তার স্ত্রী-সন্তানের ওপর এই হামলা চালানো হয়।

গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মন্তেজার রহমান মোন্তা (৫০) ও তার বাহিনীর সদস্যরা পলাতক রয়েছেন।

আহত মৎস্যজীবী লীগ নেতা মানিকুর রহমান মানিক জানান, গত বৃহস্পতিবার দুপুরে চোপীনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে বিল পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মন্তেজার রহমান মোন্তার বিরুদ্ধে বক্তব্য দেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে মোন্তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা তাকে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছিল। জীবন বাঁচাতে তিনি হুমকি ধামকির ঘটনায় মাদক ব্যবসায়ী মোন্তাসহ তার বাহিনীর বেশ কয়েকজনের বিরুদ্ধে গতকাল শুক্রবার দুপুরে শাজাহানপুর থানায় জিডি করেন। এরপর রাত ১০টার দিকে ক্ষুব্ধ হয়ে মাদক ব্যবসায়ী মোন্তার লোকজন রামদা, হাসুয়া, লাঠিসোটা নিয়ে তার বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা তাকেসহ তার স্ত্রী পারভিন আক্তার (৪৫) ও মেয়ে মাইশা জেবাকে (২২) কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনার পরপরই মৎস্যজীবী লীগ নেতার লোকজন উত্তেজিত হয়ে মাদক ব্যবসায়ী মোন্তার বাড়ির গেট ভাংচুর করেন। কিন্তু হামলার পর থেকে বাহিনীসহ সটকে পড়েছেন মোন্তা।

অভিযুক্ত মোন্তা একই উপজেলার শাহনগর গ্রামের মৃত আফজাল হোসেন ছেলে। তার বোন জামাই আরেক মাদক সম্রাট রবিউল ইসলামের সঙ্গে তারা একত্রে মাদক ব্যবসা পরিচালনা করে থাকে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় চুপিনগর ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান হোসেন জানান, মাদক ব্যবসায়ী মোন্তার বিরুদ্ধে এলাকাবাসী অতিষ্ট হয়ে উঠেছে। প্রকাশ্যে তার ভয়ে এলাকার লোকজন মুখ খুলতে সাহস পাননা। মানিক এ ব্যাপারে বিট পুলিশিং সভায় অভিযোগ করলে তার ওপর ক্ষিপ্ত হয়ে এই হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে মোবাইলে অভিযুক্ত মাদক ব্যবসায়ী মন্তেজার রহমান মোন্তার জানান, এলাকার শাহনগর স্ট্যান্ডে তার ভাতিজা আল আমিন মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মানিকের লোকজন তাকে মারপিট করে। এখন কারা মানিকের ওপর হামলা করেছে তা তিনি জানেন না।

এদিকে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল শুক্রবার দুপুরে তার থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করে মানিক। এরপর রাতেই হামলা চালানো হবে সেটা তারা চিন্তা করেননি। তবে এখন অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়