কূটনৈতিক প্রতিবেদক: [২] বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) এর নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেখফেলের সঙ্গে বৈঠকে এ আহবান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
[৩] পররাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ১৯৭২ সালে এই অঞ্চলের প্রতিবেশীদের সঙ্গে কাজ করার মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগণের অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধির স্বপ্ন ব্যক্ত করেছিলেন। তখন থেকে আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশের সংবিধান ও পররাষ্ট্র নীতির অগ্রাধিকারের একটি অবিচ্ছেদ্য উপাদান হয়ে আছে।
[৪] প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমসটেকের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, যা ঢাকায় ফোরামের সচিবালয় স্থাপনে প্রতিফলিত হয়েছে এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বিমসটেক সচিবালয়ের নতুন বহুতল আইকনিক ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে।
[৫] পররাষ্ট্রমন্ত্রী সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান এবং অঞ্চলের বৃহত্তর কল্যাণে পরিবহন সংযোগের জন্য বিমসটেক মাস্টার প্ল্যান বাস্তবায়নের ওপর জোর দেন।
[৬] ড. মোমেন বিমসটেককে আরও শক্তিশালী করতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেবেন বলে মহাসচিবকে জানান।