শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ০৫:২৭ সকাল
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ০৫:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলির শব্দের উৎস খুঁজতে গিয়ে মিলল অস্ত্র তৈরির কারখানা, আটক ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ।

[৩] শুক্রবার (২৯ জানুয়ারি) সকালে এ ব্যাপারে ডবলমুরিং থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপ কমিশনার (পশ্চিম) ফারুক উল হক।

[৪] তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ডবলমুরিং থানার বংশালপাড়ার একটি বাড়ির ছাদে এই কারখানার খোঁজ মেলে। এসময় দুইটি পাইপগান, একটি এয়ারগান, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ মেহেরুন্নেছা মুক্তা নামে একজনকে গ্রেপ্তার করা হয়। মূলত এই কারখানায় পাইপগানের মত অস্ত্র তৈরি করা হয়।

[৫] ডবলমুরিং থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে বংশালপাড়া এলাকায় একটি গুলির শব্দ শোনা যায়। সংবাদ পেয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীনের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে যান। সেখানে প্রায় তিন ঘণ্টা অভিযানের পর গুলির শব্দের উৎস চিহ্নিত করতে সমর্থ হন তারা। পরে বংশাল পাড়া গফুর খান সওদাগরের সেই বাড়ির ছাদের একটি কক্ষে মেলে অস্ত্র তৈরির কারখানা। সরঞ্জামগুলো একটি কবুতরের বাসায় লুকানো ছিল। এই কারখানার মালিক মোহাম্মদ নিজাম খাঁন। ভোট নিয়ে কথা কাটাকাটির জেরে তিনিই শাহ আলম নামে এক ব্যক্তিকে গুলি করেন কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হলে শাহ আলম বেঁচে যান। গুলির শব্দে চারিদিকে মানুষজন বের হলে নিজাম পালিয়ে যান।

[৬] উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পাইপগান, একটি এয়ারগান, ১ টি ওয়েল্ডিং মেশিন, ১টি গ্রেডিং মেশিন, ১টি ওয়েল্ডিং হোল্ডার, ১টি আরথিং ক্যাবল, ১টি বিদেশী কাটার, ১টি রিপিট গান মেশিন, ৭টি এসএস পাইপ, ১টি এসএস বক্স পাইপ, ১টি ষ্টিলের তৈরি দুইনলা ব্যারেল, ১টি প্লাষ্টিকের তৈরি সবুজ রংয়ের অস্ত্র সাদৃশ্য বস্তু, ১টি লোহার ছেনি, ১টি কাঠের হাতলযুক্ত বাটাল, ২টি হাতুরী, ১টি স্প্রিং প্লায়াস, ১টি নোজ প্লাস, ১টি স্প্রিং তৈরির প্লায়াস, ১টি লোহার তৈরি পাইপ রেঞ্ছ, ১১টি বিভিন্ন সাইজের লোহার পাইপ, ১টি ড্রিল মেশিন, ১টি ষ্টিলের গ্রিপ প্লায়াস, ২টি করাত, ১৮টি বিভিন্ন সাইজের স্প্রিং, ২টি সাদা রংয়ের কাগজের তৈরি আগ্নেয়াস্ত্রের নকশা, ১টি প্লাষ্টিকের বাটযুক্ত ছোড়া এবং ১টি কাটি।

[৭] মূলত এই কারখানায় পাইপগানের মত অস্ত্র তৈরি হত। এ ব্যাপারে ডবলমুরিং থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৮] ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ' রাতে বংশালপাড়া এলাকায় একটি গুলির শব্দ শোনা যায়। সেই গুলির শব্দের উৎস খুঁজতে গিয়েই এই কারখানার সন্ধান মেলে। তিনি আরও বলেন একজনকে এই সময় একজনকে গ্রেপ্তারে সমর্থ হলেও মূলহোতাসহ আরও দুইজন পলাতক রয়েছে তবে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।' সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়