শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ১২:৩২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ১২:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তৃতীয় দফায় ভাসানচরের পথে ১ হাজার ৭৮৩ রোহিঙ্গা

কায়সার হামিদ: [২] কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন শিবির থেকে বৃহস্পতিবার উখিয়া ছেড়েছে রোহিঙ্গাদের একটি দল। চট্টগ্রামের উদ্দেশে তাদের নিয়ে যাওয়া হয়েছে।
[৩] শুক্রবারও এ প্রক্রিয়া অব্যাহত থাকবেন বলে জানিয়েছে কক্সবাজার অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. শামসুদ্দৌজা।
[৪] তিনি জানান, স্বেচ্ছায় যেতে আগ্রহী এমন প্রায় পাঁচ হাজার রোহিঙ্গার তালিকা তৈরি করা হয়েছে। প্রথমে শিবির থেকে চট্টগ্রামে নৌবাহিনীর জেটিঘাটে, পরে সেখান থেকে ট্রলারে করে রোহিঙ্গাদের ভাসানচরে নিয়ে যাওয়া হবে।

[৫] বুধবার ভাসানচর যাওয়ার উদ্দেশে রোহিঙ্গারা উখিয়ার ডিগ্রি কলেজের ট্রানজিট ক্যাম্পে পৌঁছেন।ওখান থেকে ১৭৮৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ,শিশু বৃহস্পতিবার দুপুর ও বিকালে ৩৫ টি বাসযোগে ভাসানচরের উদ্দেশে উখিয়া ত্যাগ করেন। শুক্রবার ও আরও একটি রোহিঙ্গা দল ভাসানচরের উদ্দেশে চট্টগ্রাম পৌঁছবেন।

[৬]কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা নেতা মো. জিয়া ১৭৮৩ জন রোহিঙ্গা উখিয়া ত্যাগ করলেও শুক্রবার যাওয়ার অপেক্ষায় রয়েছে আরও ৩৫২ রোহিঙ্গা।

[৭] তৃতীয় দফায় দুদিনে রোহিঙ্গাদের বিশাল দল স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা তাদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।

[৮] কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ জানান,দুই দিনে তিন হাজার রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়ার জন্য রোহিঙ্গা সংশ্লিষ্টরা কাজ করছে।

[৯] এর আগে গত ৪ ডিসেম্বর প্রথম ধাপে এক হাজার ৬৪২ জন এবং ২৯ ডিসেম্বর দ্বিতীয় ধাপে এক হাজার ৮০৪ জনসহ মোট তিন হাজার ৪৪৭ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়। সম্পাদনা : মুরাদ হাসান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়