শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২১, ১২:০৫ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২১, ১২:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চসিক নির্বাচনে সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর প্রার্থীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের

রাজু চৌধুরী :[২] জেলায় সিটি কর্পোরেশন নির্বাচনে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল হোসেন বালির বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। নির্বাচন চলাকালীন দুইটি কেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় এই মামলা দায়ের।

[৩] বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি জানানো হয়। মামলায় ইসমাইল হোসেন বালিসহ এজাহারনামীয় আসামি ২৪ জন এবং ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

[৪] বুধবার (২৭ জানুয়ারি) পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান দিবাগত রাতে বাদি হয়ে কোতোয়ালী থানায় এ মামলা দায়ের করেন।

[৫] এই ব্যাপারে নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন বলেন, পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ ও ইভিএম মেশিন ভাঙচুরের ঘটনায় ওই কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার মুহাম্মদ শাহজাহান বাদি হয়ে কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেছেন।

[৬] মামলায় কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ ইসমাইল বালিকে এক নম্বর আসামি করা হয়েছে।ঘটনার পর আটককৃত ইসমাইল হোসেন বালিকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়