শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৮:৫০ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খুবির শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কারের প্রতিবাদে বশেমুরবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

মেহেদী হাসান: [২] খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩ শিক্ষক ও ২ শিক্ষার্থী বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় তারা খুবি প্রশাসনের এমন সিদ্ধান্তকে স্বৈরাচারী বলে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।

[৩] বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থীরা "বহিষ্কাররদেশ প্রত্যাহার করুন" শিক্ষক-শিক্ষার্থী বহিষ্কার কেন, খুবি তুমি নীরব কেন?" "বিশ্ববিদ্যালয় অনুগত দাস তৈরির কারখানা নয়" লিখিত প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়।

[৪] মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা খুবি প্রশাসনের অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা বলেন, এমন সিদ্ধান্তে আমরা ক্ষুব্ধ ও অপমানিত। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়কে মুক্ত চিন্তা ও জ্ঞান চর্চার স্থান মনে করেন কিন্তু সেখানে শিক্ষকদের অন্যায় অত্যাচার শিক্ষার্থীদের দমিয়ে দিলে সেটি কিসের বিশ্ববিদ্যালয় এমন প্রশ্ন রাখেন তারা। এসময় তারা অবিলম্বে শিক্ষক-শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের জোর দাবি জানায়।

[৫] এর আগে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে খুবি প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানায় সাধারণ শিক্ষকবৃন্দ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়