শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২১, ০৭:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবাগত আইরিন আজাদকে নিয়ে রফিক সিকদার শুরু করছেন বিধাতা

ইমরুল শাহেদ: বিধাতা নামের এই ছবিটি হলো রফিক সিকদারের চতুর্থ ছবি। এর আগে নিরবকে নিয়ে তিনি ‘ভুলাতো যায় না তারে’ ও ‘হৃদয় জুড়ে’ ছবি দুটি নির্মাণ করেছেন। তবে এই ছবিটিকে পুরোপুরি চলচ্চিত্র বলা যাবে না। এটি নির্মিত হচ্ছে ওয়েব ফিল্ম হিসেবে। রফিক সিকদার বলেন, ‘প্রথমে ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। তবে কোন এ্যাপসে মুক্তি পাবে সেটা এখনও ঠিক করা হয়নি।’ বিধাতা ছবিটিকে সেন্সরেও দিতে হবে। কারণ তিনি সিনেপ্লেক্সগুলোতে ছবিটি মুক্তি দিতে চান। এই ছবিতে তিনি নিরবের বিপরীতে নিয়েছেন একজন নবাগতকে।

তিনি হলেন নাট্যাভিনেত্রী আইরিন আজাদ। রফিক সিকদার বলেন, ‘আইরিন আজাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে ফেসবুকের মাধ্যমে। সেখান থেকেই তাকে আমি বেছে নিয়েছি।’ আইরিন আজাদ বলেন, ‘এটাই আমার প্রথম ছবি। এর আগে আমি বেশ কিছু নাটকে কাজ করেছি। মিডিয়া জগতে এসেছি যে বেশিদিন হয়নি। এর মধ্যেই আমি উল্লেখযোগ্য সংখ্যক নাটকে কাজ করেছি।’ তিনি বলেন, ‘আমি নতুন এই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছি। দেখা যাক আল্লাহ কি করেন। তবে ছবিটি করার আমার আন্তরিক ইচ্ছা আছে।’ রফিক সিকদার বলেন, ‘আমার ধারণা মেয়েটি খুবই ভালো করবে।’ আইরিন আজাদ বলেন, ‘আমি কোনো কাজই পরিকল্পনা করে করিনি। মাহমুদুর রহমান হিমি ভাইয়ের নাটক দিয়ে মিডিয়ায় আমার যাত্রা শুরু।

সেটাও হয়েছে পরিকল্পনা ছাড়া।’ তিনি বলেন, ‘আমি কাজ করতে আগ্রহী। যারা নেবেন তাদের সঙ্গে কাজ করব।’ বিধাতা ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন রফিক সিকদার নিজেই। পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করছেন তিনি। রফিক সিকদার বলেন, গল্প লেখার কাজ শেষ করেছি, এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। আগামী ফ্রেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ছবির শুটিং শুরু করার ইচ্ছে রয়েছে। ধর্মান্ধতার উপজীব্যই পল্লবিত হয়েছে গল্পের আখ্যান ভাগে। ছবির নায়ক একজন ভাস্করে। এই চরিত্রেই অভিনয় করছেন নিরব। এই চরিত্রটি তার জন্য একটু ভিন্ন মেজাজের। অন্যদিকে রফিক সিকদার নির্মিত বসন্ত বিকেল ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়