দেবদুলাল মুন্না:[২] ইউরোপোল এ নিয়ে গত মঙ্গলবার নিজস্ব অফিসেয়েল সাইটে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, অনলাইনে চোরাই ভ্যাকসিন বিক্রি করার চেষ্টা হতে পারে। সকলে যেন সতর্ক থাকেন। এছাড়া যে কোনো দেশের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনমোদন নেই এমন কোনো প্রতিষ্ঠান থেকে ভ্যাকসিন কেনা যাবে না। খবর, সায়েন্স জার্নাল
[৩] ইউরোপোলের মুখপাত্র জ্যান ওপ জেন উর্থ গার্ডিয়ানকে বলেন, যত দিন যাবে, বাজারে ভ্যাকসিনের চাহিদা তত বাড়বে। আর তারই সুযোগ নেবে চোরাকারবারিরা। বেশ কিছু অনলাইন সাইটে বলা হচ্ছে, কোভিড চিকিৎসার ওষুধ তাদের কাছে আছে।এগুলি সব জাল।বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা পারনেট বউরডিলোন গার্ডিয়ানকে জানান ,ভুয়া ওষুধ বিক্রির একটা চক্র তৈরি হয়েছে। অসংখ্য ওয়েবসাইটে এ সব ওষুধ বিক্রি হচ্ছে। নিজেদের চিকিৎসক ঘোষণা করে বহু মানুষ এ সব ওষুধ দিচ্ছেন।
[৪] ডাব্লিউএইচও’র বরাতে সায়েন্স জার্নাল জানায়, বিশ্বের প্রায় দুই বিলিয়ন মানুষ ঠিক ওষুধের নাগাল পান না। ভ্যাকসিন, মেডিক্যাল ডিভাইস কোনো কিছুই তাঁরা হাতের কাছে পান না। এই সুযোগটাকেই কাজে লাগায় ভুয়া ওষুধের চক্র।