শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৭:১২ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে ৫.২৫ ডলার দরে ৩০ লাখ ডোজ ভ্যাকসিন কিনছে সৌদি আরব

আসিফুজ্জামান পৃথিল: [২] সেরাম ইন্সটিটিউটের সিইও আদর পুনাওয়ালা জানিয়েছেন, আপাদত ইউরোপীয় দেশগুলোতে তাদের ভ্যাকসিন সরবরাহের কোনও পরিকল্পনা নেই। সম্প্রতি ইউরোপে সরবরাহ বাড়াতে ইইউ এর প্রবল চাপের মুখে রয়েছে অ্যাস্ট্রাজেনেকা। তাদের ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত প্রচেষ্টায় তৈরি ভ্যাকসিনটিই উৎপাদন করছে সেরাম। আরব নিউজ

[৩] বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন কোম্পানিটি অ্যাস্ট্রাজেনেকার হয়ে ভ্যাকসিন সরবরাহে দায়বদ্ধ। কিন্তু তারা আপাদত নিজেদের চুক্তি পূরণেই ব্যস্ত রয়েছে।

[৪] রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে আদর পুনাওয়ালা বলেন, ‘আমরা অ্যঅস্ট্রাজেনেকার যেখানে সহায়তা প্রয়োজন, আমরা তা করছি। কিন্তু আমরা ইউরোপে সরবরাহ করতে পারবো না। বাংলাদেশ ও ভারতের সঙ্গে আমাদের বড় ধরণের চুক্তি রয়েছে। আফ্রিকার দেশগুলোর প্রতি দায়িত্ব বোধ আছে। সেটি আগে সম্পন্ন করতে হবে। আগে এটা শেষ করে তারপর ধনী দেশগুলোর দিকে নজর দেবো আমরা। এতে আমাদের ৬ মাস থেকে এক বছর লাগবে।’

[৫] বাংলাদেশকে প্রতিডোজ ৪ ডলারে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দিচ্ছে কোম্পানিটি। আর ভারতের কাছে বিক্রি করছে ৩ ডলারে। তবে চুক্তি অনুযায়ী ভারতের দামেই বাংলাদেশকে ভ্যাকসিন বিক্রি করতে বাধ্য সেরাম। তাই বাংলাদেশের আরও অতিরিক্ত প্রায় ১ কোটি ডোজ ভ্যাকসিন পাবার সম্ভাবনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়