শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৫:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বোরহানউদ্দিনে ২ টন জাটকাসহ ট্রাক আটক, ২ জনের জেল

মনিরুজ্জামান: [২] ভোলার বোরহানউদ্দিনে২ টন জাটকা ভর্তি ট্রাক সহ ২ ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় প্রশাসন। আটককৃত ব্যবসায়ীদ্বয়কে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহি অফিসার।

[৩] মঙ্গলবার রাতে তাদেরেক পক্ষিয়া ইউনিয়েনর পলিটেকনিক এলাকা আটক করা হয়।

[৪] বোরহানউদ্দিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ,এফ,এম নাজমুস সালেহীন জানান, মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী তজুমদ্দিন উপজেলা থেকে ট্রাকভর্তি প্রায় দুই টন জাটকা ইলিশ ভোলার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ভোলা চরফ্যাশন সড়কের "ভোলা পলিটেকনিক ইনস্টিটিউটের" কাছে আসলে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযানে ট্রাকভর্তি ইলিশ মাছ সহ তছির ও আনোয়ার হোসেন নামক ২ ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত উভয়ের বাড়ি তজুমদ্দিন উপজেলায়।

[৫] আটককৃত ওই দুই ব্যবসায়ী জানান, জাটকা ইলিশ গুলো তজুমদ্দিন উপজেলার প্রধান মাছ ঘাটের কয়েক জন ব্যবসায়ীর। মাছগুলো যশোরে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে তারা নিয়ে যাচ্ছিল।

[৬] রাতে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মোঃ সাইফুর রহমান আটককৃতদের ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ট্রাকটি আমিন মহাজন নিকট ৪৭ হাজার টাকা নিলামে বিক্রয় করা হয়। জব্দকৃত ইলিশ মাছ গুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

[৭] অন্যদিকে একইদিনসকালে উপজেলা মৎস্য অধিদপ্তর মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজির মত জাটকা আটক করা হয়। সাথে জাটকা আহরণ করার অপরাধে ৪ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ১০হাজার- টাকা জরিমানা করা হয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়