শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৬:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খান, মাহিয়া মাহী, অর্চিতা স্পর্শিয়ার তীব্র সমালোচনা করলেন অনন্য মামুন

ইমরুল শাহেদ: পরিচালক অনন্য মামুন এ রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে শাকিব খান, মাহিয়া মাহী ও অর্চিতা স্পর্শিয়ার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিব খান তার অন্যান্য ছবির চাইতে বেশি টাকা নিয়েছেন। ছবিটি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে জেনে এবং ছবিটির প্রচারে অংশগ্রহণ করার প্রতিশ্রæতিতে বেশি টাকা পারিশ্রমিক দাবি করেন তিনি। কথা ছিল নিজের ফেসবুক পেজ থেকে ছবিটির প্রচার করবেন শাকিব খান। কিন্তু তার কিছুই করেননি তিনি।’ একই কথা নায়িকা মাহিয়া মাহীর ক্ষেত্রেও।

‘তিনি আমার অনুপস্থিতিতে গণমাধ্যমে আমার সমালোচনা করেছেন। কিন্তু কেন আমার সমালোচনা করবেন। আমার কাছ থেকে বেশি টাকা পারিশ্রমিক পাওয়ার কারণে?’ - প্রশ্ন রাখেন অনন্য মামুন। তিনি বলেন, ‘কথা ছিল মাহিয়া মাহীও তার ফেসবুক পেইজ থেকে শেয়ার দিয়ে বেশি টাকা নিয়েছেন। তিনি কি সেটা করেছেন? করেননি। তাহলে আমার কাছ থেকে বেশি টাকা নিলেন কেন?’ কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বেশি টাকা নিয়ে কাজ না করা বড় ধরনের অন্যায়। কাজ না করলে টাকা ফেরত দেওয়া নিয়ম। কিন্তু তারা কেউই বাড়তি নেওয়া টাকা ফেরত দেননি।

এই নিয়ে অনন্য মামুন অন্য ব্যবস্থা গ্রহণ করলেও করতে পারেন। ‘নবাব এলএলবি’ সিনেমার মুক্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও হাজির ছিলেন না শাকিব খান। বিষয়টি উল্লেখ করে অনন্য মামুন বলেন, গত ২৬ নভেম্বর বড় অনুষ্ঠান করে আই থিয়েটার চালুর ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জানানো হয় ১৬ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি। সেই অনুষ্ঠানেও শাকিব খান আসেননি। কিন্তু তার সঙ্গে কথা বলেই তারিখ চূড়ান্ত করা হয়েছিল। সেই অনুযায়ী আমরা মন্ত্রীসহ সবাইকে নিমন্ত্রণ করেছিলাম। মন্ত্রী যখন আমার আমার কাছে জানতে চান, কৈ আপনার তারকারা? আমি তাকে কোনো সদুত্তর দিতে পারিনি।

প্রচারের জন্য টাকা নিয়েও তিনি আসেননি।’ তিনি গণমাধ্যমে মিথ্যাচার জন্য অর্চিতা স্পর্শিয়ার সমালোচনা করেন। তিনি বলেন, ‘অচিতা গণমাধ্যমকে বলেছেন, তিনি আমাকে দৃশ্যটি গ্রহণ না করার জন্য বলেছেন। এটা হলো তার বড় ধরনের মিথ্যাচার। আমার কাছে প্রমাণ আছে দৃশ্যটিকে প্রাণবন্ত করার জন্য তিনি তিনটি টেক দিয়েছেন। আমি চাইলে আরও দিত। তার স্বত:স্ফূর্তভাবে করা এ দৃশ্যটির জন্য আমাকে কখন বারণ করলেন?’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়