শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৫:৩৬ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৫:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসরাইল সেনাবাহিনী চিফ বাইডেনকে জানালেন ইরানে সামরিক হামলার পরিকল্পনা ভাবা হচ্ছে

দেবদুলাল মুন্না:[২] গত মঙ্গলবার তিনি তেল আবিব ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ সময় তিনি বলেন,এ ছাড়া ২০১৫ সালে ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তিতে যদি যুক্তরাষ্ট্র ফিরে আসে তাহলে তা হবে ‘ভুল’। এর অর্থ হলো ইরানের সঙ্গে যেকোনো কূটনৈতিক সম্পর্ক সতর্কতার সঙ্গে বিবেচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে সিগন্যাল বা সংকেত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণের বিষয়ে ইসরাইলের একজন সেনা কর্মকর্তার এমন মন্তব্য বিরল।

[৩] তার এ পরিকল্পনা ইসরাইলি সরকার আগে থেকেই অনুমোদন দিয়েছে। কিন্তু একজন সেনা কর্মকর্তা হয়ে বিশ্বের সর্বোচ্চ শক্তিধর একজন প্রেসিডেন্টকে এভাবে বলার ঘটনা নেই বললেই চলে। আভিভ কোহাভি ওই অনুষ্ঠানে বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফেরা অথবা একই রকম চুক্তিতে ফেরা খারাপ এবং ভুল। কৌশলগত দৃষ্টিভঙ্গিতেও তা ভুল। উল্লেখ্য, জো বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে একতরফাভাবে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন। তার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

[৪] গত মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অ্যান্টনি ব্লিঙ্কেনের নিয়োগ নিশ্চিত হয়েছে। তিনি এর আগে গত সপ্তাহে বলেন,ওই চুক্তিতে যুক্তরাষ্ট্র ফিরবে কিনা সে সিদ্ধান্ত নেয়ার জন্য লম্বা পথ সামনে। চুক্তিতে ফেরার আগে দেখতে হবে, ইরান কি প্রকৃতপক্ষেই চুক্তির শর্তগুলো মেনে চলছে কিনা।

[৫]লেফটেন্যান্ট জেনারেল আভিভ কোহাভি বলেন, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীকে এরই মধ্যে আমি বেশ কিছু অপারেশনাল প্লান দিয়েছি। এর মধ্যে কয়েকটি পরিকল্পনা এরই মধ্যে চলমান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়