শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০২:২৩ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অলিম্পিকে এবার করোনা টিকা দেওয়া নিয়েও অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক : [২] টোকিও অলিম্পিক ঘিরে চলছে টানাপোড়েন। জাপানে আদৌ অলিম্পিক আয়োজন করা যাবে কি না তা স্পষ্ট নয়। কিছুদিন আগেই এক সংবাদমাধ্যম দাবি করেছিল অলিম্পিক নাও হতে পারে জাপানে। যদিও জাপানের প্রধানমন্ত্রী সেই দাবি নাকচ করে দিয়েছিলেন।

[৩] ইতিমধ্যে ফ্লোরিডা অলিম্পিক আয়োজনের দাবি জানিয়ে বসেছে। এই পরিস্থিতিতে এবার জল্পনা শুরু হল টিকা দেওয়া নিয়ে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা (আইওসি) বিভিন্ন দেশের অলিম্পিক কমিটির সঙ্গে আলোচনা শুরু করেছে খেলোয়াড়দের টিকা দেওয়ার ব্যাপারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) যদিও অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের আগে টিকা দেওয়ার ব্যাপারে রাজি নয়।

[৪] ভারতীয় অলিম্পিক কমিটির (আইওএ) প্রধান নরিন্দর বাত্রা বলেন, কথা চলছে খেলোয়াড়, কোচ এবং সাপোর্ট স্টাফদের টিকা দেওয়ার ব্যাপারে। বাধ্যতামূলক করা না হলেও, অলিম্পিককে করোনামুক্ত রাখতে এমনই ভাবনা আইওসির। ফ্রান্সের তরফে জানানো হয়েছে, যারা টিকা না নিয়ে জাপান যাবেন অলিম্পিক খেলতে, তাদের জন্য বেশ কঠিন হতে পারে পরিস্থিতি।

[৫] বারবার পরীক্ষা করা হতে পারে তাদের, এমনও জানানো হয়েছে। হু এর তরফে যদিও বলা হয়েছে, ‘অলিম্পিকে যারা অংশ নেবে, তাদের টিকা দেওয়া বাধ্যতামূলক নয়। ২৩ জুলাই থেকে শুরু হওয়ার কথা টোকিও অলিম্পিক। - আজকাল / এডিটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়