শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০৭:৩৯ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজেপি ১০টা মারলে আমরা ২০টা মারবো: ফুরফুরার পীরজাদা

অনলাইন ডেস্ক: বিজেপি ১০টা মারলে আমরা ২০টা মারবো। ভারতের পশ্চিমবঙ্গের মালদার বামনগ্রামে এক সমাবেশে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। এদিন মালদার কালিয়াচকের সুজাপুর বিধানসভা কেন্দ্রের বামনগ্রামে এক জলসার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন আব্বাস সিদ্দিকী। খবর জিনিউজের।

তিনি বলেন, আসন্ন বিধানসভা ভোটে মালদা জেলায় ৬টি আসনে প্রার্থী দেয়া হবে। তবে যদি অন্য দলের সঙ্গে সমঝোতা হয়, সেক্ষেত্রে আসন সংখ্যা কমতে পারে। যদিও কোন কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেয়া হবে তা বলেননি আব্বাস সিদ্দিকী।

আব্বাস সিদ্দিকী আরও বলেন, বিজেপি ১০টা মারলে আমরা ২০টা মারবো। তৃণমূল কংগ্রেসকেও আক্রমণ করে তিনি বলেন, আমি বলেছিলাম ৪৪টা আসন আমাকে দিন, ২৫০টা আপনারা নিন। কিন্তু দেখছি প্রশাসন দিয়ে জুলুম করছে, গায়ের জোর দেখাচ্ছে। মিথ্যা মামলা দিচ্ছে। আর বলছে, বিজেপি চলে আসবে।

ওদিকে বিজেপিও আবার বলছে, মারবো। তিনি দরজা খুলে বলছেন, চলে এসো চলে এসো। যেই হুড়মুড় করে ঢুকেছি, তখনই তালা মেরে দিয়েছে। আর বেরনোর কথা বললেই বলছে, বিজেপি আছে। এক, দুই, তিন বছর ধরে এভাবেই ফেলে রেখে দিচ্ছে। আসলে বিজেপির জুজু দেখিয়ে জেলে ভরছে প্রশাসন।

এরপরই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সুপ্রিমো বলেন, বিজেপি যদি ১০টা মারে, আমরাও হাতে চুড়ি পরে নেই, ১০টা মারবো। পীরজাদা আব্বাস সিদ্দিকীর এই মন্তব্যের পরই হইচই পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নামে এই রাজনৈতিক দল গঠন করেন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। এই প্রথম ফুরফুরা শরিফে কোনও পীরজাদা রাজনীতিতে নাম লেখালেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়