শরীফ শাওন: [২] বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক এবং সংসদ সদস্য নাজমুল হাসান পাপন বলেছেন, ২৮ জানুয়ারি থেকে ২ দিনের মধ্যে করোনা ভ্যাকসিনের ৫০ হাজার ভাইল সারাদেশে পৌঁছে দেওয়া হবে।
[৩] পাপন বলেন, প্রতিটি ভ্যাকসিনের প্রতিটি ভাইল স্থানীয় কর্তৃপক্ষকে সঠিক মান ও কন্ডিশনে বুঝিয়ে দেওয়া হবে। কোথাও কোনো ত্রুটি থাকলে বা ডেমেজ, শর্টেজসহ কোনো রকমের সমস্যা থাকলে, সেগুলো বেক্সিমকো ফার্মা নিয়ে যাবে। সেগুলোর দায় বেক্সিমকোর। সরকারকে আমরা নিখুঁত ভ্যাকসিন দেবো।
[৪] এর আগে তিনি জানিয়েছিলেন, ভ্যাকসিনের তাপমাত্রা সংক্ষণে বিশেষ ফ্রিজার কাভার্ড ভ্যান কিনেছে ব্যাক্সিমকো ফার্মা। মার্চ মাসে আরও ভ্যান আনা হবে।
[৫] বুধবার করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে ভ্যাকসিন ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।