শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২১, ০১:২৩ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২১, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত থেকে ৩৮ জন কিশোর কিশোরী বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন

রহিদুল খান : [২] ভালো কাজের প্রলোভনে অবৈধপথে ভারতে গিয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগশেষে দেশে ফিরেছে ৩৮ বাংলাদেশি কিশোর-কিশোরী। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফেরে।

[৩] সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় তাদের ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। এরা বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগ করেছে বলে ভুক্তভোগীরা জানায়। পরে বেনাপোল পোর্ট থানা থেকে তিনটি বেসরকারি সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য ঢাকা আহছানিয়া মিশনের যশোরের শেল্টার হোমে নিয়ে যায়।

[৪] ফেরত আসাদের মধ্যে ১০ জন ছেলে ও ২৮ জন মেয়ে রয়েছে। এদের সকলের বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে। এদের বাড়ি ফরিদপুর, বরিশাল, নড়াইল, সাতক্ষীরা, ঢাকা, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায়।

[৫] ভারতে নিযুক্ত বাংলাদেশি ডেপুটি হাই কমিশনার শামীমা ইয়াসমিন এদের সাথে বাংলাদেশে এসেছেন। তিনি বলেন, বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে ভালো কাজের আসায় এরা ভারতে যায়। বিভিন্ন অঞ্চলে বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে তারা আটক হয়। এরপর আদালতের মাধ্যমে কলকাতা ও বারাসাতের বেসরকারি সংস্থার শেল্টার হোমে ছিল। দুই থেকে চার বছর সাজাভোগের পর আজ সোমবার তাদের ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।

[৬] বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, এসব কিশোর-কিশোরীরা পাসপোর্ট ভিসা ছাড়া বিভিন্ন সীমান্তপথে ভারতের বিভিন্ন অঞ্চলে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হয়। এরপর আদালতের মাধ্যমে তারা জেলহাজতে যায়। পরে ভারতের রেসকিউ, লিলুয়া ও সুকন্যা ফাউন্ডেশন নামে বেসরকারি সংস্থা তাদের জেল থেকে ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। সেখানে দুই থেকে চার বছর থাকার পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে এদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] তিনি জানান, জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি সংস্থা ১৭ জন, মহিলা আইনজীবী সমিতি ৭ জন এবং রাইটস যশোর নামে অপর সংগঠন ১৪ জনকে নিয়ে শেল্টার হোমে রাখবে এবং পরে পরিবারের কাছে হস্তান্তর করবে।

[৮] বেনাপোল পোর্ট থানার ওসি (তদন্ত) আজিজুল হক বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে কিশোর-কিশোরীদের এনজিও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়