শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৯:৫০ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের লড়াই হবে চ্যালেঞ্জিং: তামিম ইকবাল

মাহিন সরকার: [২] ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে পাত্তাই দেয়নি বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ ৩-০ ব্যবধানে জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে মাঠ ছাড়ে তামিমের দল। রঙিন পোশাকের লড়াই শেষ এবার শুরু হবে সাদা পোশাকের অভিজাত সংস্করণের লড়াই।

[২] যে লড়াইয়ে বরাবরই দুর্বল বাংলাদেশ। উইন্ডিজকে ধবলধোলাই করে ওয়ানডে সুপার লিগে উড়ন্ত সূচনা হলেও টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পকেট শুন্য। এবার ঘরের মাঠে পূর্ণ পয়েন্টের জন্যই নামবে মুমিনুল হকরা। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের মতে টেস্ট হবে চ্যালেঞ্জিং।

[৩] উইন্ডিজকে ধবলধোলাইয়ের পর তামিম বলেন, টেস্ট ভিন্ন বলের খেলা। ওদের বোলিং আক্রমণ আলাদা। সেখানে ২-৩ জন দারুণ বোলার আছে। তাই অবশ্যই চ্যালেঞ্জিং হবে। আমরা এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছি সঙ্গে আমাদের হাতে এখনো ৬-৭ দিন আছে তার আগে আমরা প্রস্তুত।

[৪] বাংলাদেশের জন্য স্বস্তির বিষয় সাকিব আল হাসান। তিনি ব্যাটে বলে ফর্মে ফিরেছেন। তৃতীয় ওয়ানডেতে চোট পাওয়াতে সাকিব আছেন পর্যবেক্ষণে। এ ছাড়া ইনজুরি কাটিয়ে ফেরেন অধিনায়ক মুমিনুল হক ও নাঈম হাসান। প্রথম টেস্ট শুরু হবে ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। আর দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ ফেব্রুয়ারি ঢাকার মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

[৫] বাংলাদেশ টেস্ট দল: মুমিনুল হক, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাজমুল হোসেন, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলি, সাইফ হাসান, আবু জায়েদ, খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নূরুল হাসান, নাঈম হাসান, এবাদত হোসেন।

[৬] উইন্ডিজ টেস্ট দল: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহঅধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডা সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, শায়নে মোজলে, বীরাস্যামি পার্মল, কেমার রোচ, রেমন রেইফার, জোমেল ওয়ারিকান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়