শিরোনাম
◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৯:৩৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাবেন ইংল্যান্ডের জো রুট

স্পোর্টস ডেস্ক: [২] শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৮৬ আরেকটি ইনিংস খেলেছেন জো রুট। আর তাতেই রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের এই অধিনায়ক।

[৩] টেস্ট ক্যারিয়ারে এটি রুটের ১৯তম সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথে জিওফ বয়কট, কেভিন পিটারসেন ও ডেভিড গাওয়ারকে ছাড়িয়ে গেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে টেস্টে সর্বাধিক রান সংগ্রাহকদের মধ্যে তিনি এখন চতুর্থ। রুটের উপরে কেবল অ্যালেক স্টুয়ার্ট, গ্রাহাম গুচ এবং অ্যালিস্টার কুক। ইংল্যান্ড দলের কিংবদন্তি ওপেনার বয়কট মনে করেন শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রয়েছে রুটের।

[৪] ‘দ্য এজে’ নিজের লেখা এক প্রতিবেদনে তিনি লিখেছেন,'ডেভিড গওয়ার, কেভিন পিটারসেন এবং আমার চেয়ে বেশি টেস্ট রান করেছে এ কথা ভুলে যান। জো রুটের ২০০ টেস্ট খেলার সামর্থ্য আছে এবং এমনকি শচীন টেন্ডুলকারের চেয়েও বেশি রান করার সুযোগ রয়েছে তার।

[৫] রুটের বয়স মাত্র ৩০। এরই মধ্যে ক্যারিয়ারে চারটি ডাবল সেঞ্চুরির সঙ্গে ১৯টি সেঞ্চুরি রয়েছে রুটের নামের পাশে। একমাত্র ইংলিশ অধিনায়ক হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তিও গড়েছেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছেন ১৮৬। এমন পারফরম্যান্স দেখে ইংলিশ এই অধিনায়ক মনে করেন, বড় ধরনের কোনো ইনজুরিতে না পরলে টেন্ডুলকারকে ছাড়িয়ে যাওয়া শুধু সময়ের ব্যপার রুটের।

[৬] তিনি বলেন, রুটের বয়স মাত্র ৩০, সে ৯৯ টেস্ট খেলে ফেলেছে এবং ৮ হাজার ২৪৯ রান করেছে ইতোমধ্যে। তার যদি বড় ধরনের কোনো ইনজুরি না হয় তবে টেন্ডুলকারের সর্বকালের রেকর্ড ১৫ হাজার ৯২১ রান ছাড়িয়ে না যাওয়ার কোনো কারণ নেই। - ক্রিকইনফো / ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়