শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:৩৬ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-উইন্ডিজ ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে সেরা পাঁচ

রাহুল রাজ :[২] এক ঝাঁক তারকা ক্রিকেটার ছাড়াই বাংলাদেশে আসা তারুণ্য নির্ভর ওয়েস্ট ইন্ডিজ দল হোয়াইটওয়াশ হয়েছে ওয়ানডে সিরিজে। সোমবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ক্যারিবীয়দের ১২০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের নেতৃত্বাধীন দল। তাতে ৩-০ তে সিরিজ নিশ্চিত হয় টাইগারদের।

[৩] পুরো সিরিজেই আনকোরা এই উইন্ডিজদের বিপক্ষে দাপট দেখিয়েছেন টাইগাররা। তাইতো ব্যাটে-বলে সেরা পাঁচ রান সংগ্রাহক ও উইকেটের তালিকাতেও টাইগারদের আধিপত্য। ব্যাটে-বলে কেবল একজন করে ক্যারিবিয়ান ক্রিকেটার আছেন সেরা পাঁচে।

[৪] সিরিজ শেষে একনজরে দেখে নেওয়া যাক সেরা পাঁচ রান সংগ্রাহক ও উইকেট শিকারীর তালিকা-
সেরা ৫ রান সংগ্রাহক:
১। তামিম ইকবালঃ
ম্যাচ ৩, রান ১৫৮(২২৫), গড় ৫২. ৬৬, বেস্ট ৬৪, হাফ সেঞ্চুরি ২, স্ট্রাইক রেট ৭০.২২ চার ১৩, ছক্কা ২.
২। রোভমান পাওয়েল :
ম্যাচ ৩, রান ১১৬(১৪৬), গড় ৩৮.৬৬, বেস্ট ৪৭, স্ট্রাইক রেট ৭৯.৪৫, চার ৬, ছক্কা ৫।

৩। সাকিব আল হাসান :
ম্যাচ ৩, রান ১১৩( ১৭৪) গড় ৫৬. ৫০, বেস্ট ৫১, স্ট্রাইক রেট ৬৪.৯৪, চার ৮।
৪। মুশফিকুর রহিম :
ম্যাচ ৩, রান ৯২(১১১), গড় ৯২,হাফ সেঞ্চুরি ১, বেস্ট ৬৪, স্ট্রাইক রেট ৮২.৮৮, চার ৫, ছক্কা ২।
৫। মাহমুদউল্লাহ রিয়াদ:
ম্যাচ ৩, রান ৭৩(৫৯), হাফ সেঞ্চুরি ১, বেস্ট ৬৪*, স্ট্রাইক রেট ১২৩.৭২, চার ৪, ছক্কা ৩.
সেরা ৫ উইকেট শিকারি বোলার:
১। মেহেদি হাসান মিরাজঃ
ম্যাচ ৩,ওভার ২৬.৪, মেডেন ৩, উইকেট ৭, সেরা বোলিং ৪/২৫, গড় ১০.২৮, ইকোনমি ২. ৭০,স্ট্রাইক রেট ২২.৮
২। সাকিব আল হাসান :
ম্যাচ ৩,ওভার ২২.১ , মেডেন ২ , উইকেট ৬ , সেরা বোলিং ৪/৮, গড় ৮.৩৩, ইকোনমি ২.২৫ ,স্ট্রাইক রেট ২২. ১।
৩। মোস্তাফিজুর রহমান:
ম্যাচ ৩,ওভার২০ , মেডেন ৩ , উইকেট ৬ , সেরা বোলিং ২/১৫, গড় ৯.৮৩, ইকোনমি ২.৯৫ ,স্ট্রাইক রেট ২০.০০।
৪। হাসান মাহমুদ:
ম্যাচ ২,ওভার ১৫ , মেডেন ১ , উইকেট ৪ , সেরা বোলিং ৩/২৮, গড় ২০.৫০, ইকোনমি ৫.৪৬ ,স্ট্রাইক রেট ২২.৫।
৫। আকিল হোসেন:
ম্যাচ ৩,ওভার ২৯ ২ , মিডেন ১ , উইকেট ৪ , সেরা বোলিং ৩/২৬, গড় ২৯.২৫ , ইকোনমি ৩. ৯৮ ,স্ট্রাইক রেট ৪৪.০।

  • সর্বশেষ
  • জনপ্রিয়