শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:০৩ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় র‌্যাবের অভিযান, প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

কায়সার হামিদ: [২] কক্সবাজারস্থ র‌্যাব-১৫ দু’টি পৃথক অভিযান চালিয়ে ১৯ হাজার ৮৪০ পিচ ইয়াবা সহ ২ ইয়াবাকারবারীকে আটক করেছে। সোমবার এ অভিযান পরিচালিত হয়।

[৩] র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] সোমবার বিকেল ৪ টার দিকে প্রথম অভিযানে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার চৌধুরী পাড়ার বটতলী রাস্তার সম্মুখে দাঁড়িয়ে থাকা নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু হেডম্যান পাড়ার মৃত সাহেব মিয়ার পুত্র লিয়াকত আলী (৩৫) র‌্যাবের উপস্থিতি দেখে পালানোর সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে, তার দেহ তল্লাশী করে ৯ হাজার ৯৮০ পিচ ইয়াবা উদ্ধার করে।

[৫] একইদিন সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অপর অভিযানে কক্সবাজার-টেকনাফ সড়কের ধুরুমখালী বাজারস্থ হাজী সোনা আলী মার্কেটের সম্মুখে দাঁড়িয়ে থাকা উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রুমখা কুলাল পাড়ার মৃত ইসলামের পুত্র মোঃ হারুন অর রশিদ র‌্যাবের উপস্থিতি দেখে পালানোর সময় সদস্যরা তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মতে, তার দেহ তল্লাশী করে ৯ হাজার ৮৬০ পিচ ইয়াবা উদ্ধার করে।

[৬] আটক ইয়াবাকারবারীদ্বয়কে উখিয়া থানায় ইয়াবাসহ সোপর্দ করা হয়েছে জানান র‌্যাব এর এ কর্মকর্তা। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়