শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৪:২৪ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের ১০ শীর্ষ ধনী সব মানুষের টিকা কেনার সামর্থ্য রাখেন, ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম অর্থ সাহায্য চাওয়ার কথা ভাবছে

দেবদুলাল মুন্না:[২] আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম গতকাল এ তথ্য জানিয়েছে। অক্সফামের নতুন এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক খবরে জানায়। প্রতিবেদনটি জানায়, বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি২০ এর সরকারগুলো করোনাভাইরাস মোকাবিলায় যে অর্থ খরচ করেছে তা বিলিয়নিয়ারদের সম্মিলিত সম্পদের সমান।

[৩] এমন পরিস্থিতিতে ধনীদের ওপর কর বসানোর বিষয়ে বিবেচনা করতে সরকারগুলোর প্রতি আহ্বান করেছে দাতব্য সংস্থাটি। বিশ্ব নেতৃবৃন্দদের নিয়ে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের ভার্চুয়াল বৈঠক ‘ড্যাভস ডায়ালগ’-কে সামনে রেখে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। ওয়ার্ল্ড ইকোনমি ফোরাম জানায় প্রয়োজনে ইে দশ ব্যাক্তির কাছ থেকে অর্থ সাহায্য চাওয়া হবে বিশ্বের সবাইকে উন্নতমানের টিকাদানের জন্য।

[৪] করোনাকালে বিশ্বের ১০ শীর্ষ ধনীর সম্মিলিত আয় বেড়েছে ৫৪০ বিলিয়ন বা ৫৪ হাজার কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ৪৫ লাখ কোটি টাকারও বেশি। অন্যদিকে, করোনা পরিস্থিতির কারণে ৫০০ মিলিয়নের বেশি মানুষ দারিদ্র্যের শিকার হয়েছে, যা থেকে পরিত্রাণ পেতে তাদের এক দশকেরও বেশি সময় লাগতে পারে।

[৫]অক্সফামের প্রধান নির্বাহী ড্যানি শ্রীসকান্দারাজাহ বলেন, আমরা মনে করি যে... যুগান্তকারী কিছু করার এখন একটি সুযোগ, সম্পদশালীদের থেকে কর আদায়ে বিবেচনা করা, করপোরেশন কর নিয়ে ভাবা এবং প্রত্যেক নাগরিকদের জন্য মৌলিক সামাজিক ভিত্তি তৈরি করা।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়