শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৮:৪৫ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী পাচ্ছে এস্তোনিয়া

লিহান লিমা: [২] গত ১৩ জানুয়ারি এস্তোনিয়ার পূর্ববর্তী সরকার দুর্নীতির দায়ে পদত্যাগ করে। অর্থনৈতিকভাবে উদারপন্থী দল রিফর্ম পার্টির প্রধান কাজা কালাস বামঘেঁষা সেন্টার পার্টির সঙ্গে নতুন সরকার গঠনে জোট গঠন করেছেন। চুক্তির আওতায় প্রধানমন্ত্রী হবেন কাজা কালাস। দুই দলই মন্ত্রীপরিষদ গঠনে লিঙ্গ-সমতাকে প্রাধান্য দেবে। সরকারের ১৪টি মন্ত্রীপদ দুই দলের মধ্যে সমভাবে বন্টিত হবে। ইউরো নিউজ/ডয়েচে ভেলে

[৩] বাল্টিক দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হতে যাওয়া কালাস সাংবাদিকদের বলেন, ‘আমার সরকার গঠন প্রক্রিয়ার মূল ভিত্তিই হবে নারী ও পুরুষের মধ্যে সমতা এবং অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়।’

[৪]এই জোট চুক্তি পার্লামেন্টের আইনপ্রণেতা ও এস্তোনিয়ার প্রেসিডেন্ট কারস্তি কালিজুলাইদের দ্বারা অনুমোদন পেতে হবে। দেশটির সংবাদ মাধ্যম জানায়, মঙ্গলবার থেকে নতুন জোট সরকার কাজ শুরু করতে পারে।

[৫]৪৩ বছর বয়সী কাজাস একজন আইনজীবী ও ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইউরোপিয় পার্লামেন্টের আইনপ্রণেতা হিসেবে কাজ করেছেন। ইইউ পার্লামেন্টের আইনপ্রণেতা থাকাকালে তিনি জ্বালানি ও ডিজিটাল নীতি নিয়ে কাজ করেছেন। ২০১৮ সালে প্রথম নারী হিসেবে রিফর্ম পার্টির প্রধানের দায়িত্ব নেন কাজা কালাস। তার দল ২০১৯ সালে এস্তোনিয়ার নির্বাচনে জয় পেলেও এস্তোনিয়ার সেন্টার পার্টি, ডানপন্থী ইকরি পার্টি ও রক্ষণশীল ফাদারল্যান্ড পার্টি জোট সরকার গঠন করলে তিনি সরকার গঠন করতে পারেন নি।

[৬]১৩ লাখ জনসংখ্যার দেশ এস্তোনিয়ায় ২০২৩ সালের মার্চে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়