ওয়ালি উল্লাহ সিরাজ: [২] রোববার ইউনিসেফের বিবৃতিতে আরো বলা হয়েছে, দেশটির অর্কেরও বেশি শিশু শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। আর এক তৃতীয়াংশ স্কুল রয়েছে ধ্বংস্তূপে ও বিদ্রোহীদের দখলে। জরিপ করার আগে ইউনিসেফ ধারণা করত সিরিয়ার এক তৃতীয়ংশ শিশু শিক্ষা থেকে বঞ্চিত।
[৩] ইউনিসেফ জানিয়েছে, গত এক বছরে শুধু শিক্ষা প্রতিষ্ঠানেই হামলা ঘটেছে ৫২টি। আর শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও স্কুল কর্মচারিদের উপর হামলা হয়েছে ৭০০টি।
[৫] সিরিয়ার সংকট বিষয়ক পরিচালক মুহান্নাদ হাদি ও ইউনিসেফের মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রধান টেড চাইবান এক যৌথ বিবৃতিতে বলেন, ২০২০ সালের কোভিড মহামারি সিরিয়ার শিশুদের শিক্ষা থেকে আরো দূরে ঠেলে দিয়েছে। দেশটি শিক্ষা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে যা সঠিক পথে আনা অনেকটাই অসম্ভব।
[৬] ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া গৃহযুদ্ধে অন্তত তিন লাখ ৮৭ হাজার মানুষ মারা গেছে। আর বহু লোক তাদের ঘর বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। সম্পাদনা : রাশিদ