শিরোনাম
◈ সন্ত্রাসী অপরাধে গ্রেপ্তারদেরও নিজেদের কর্মী দাবী করছে বিএনপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৮:১০ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৮ ঘণ্টায় সিদ্ধান্তের আশ্বাস, শিক্ষার্থীদের অনশন স্থগিত

ডেস্ক রিপোর্ট: আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তিন বিষয় পর্যন্ত ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ শিক্ষাবর্ষের অকৃতকার্য শিক্ষার্থীদের পরের শিক্ষাবর্ষে প্রমোশনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে, এমন আশ্বাসের ভিত্তিতে আমরণ অনশন স্থগিত করলো সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার রাত ১০টায় সাত কলেজের প্রধান সমন্বয়ক ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খন্দকারের এমন আশ্বাস দিয়েছেন বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আই কে সেলিম উল্লাহ খন্দকার জানান, দুই দিনের মধ্যে তিন বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ২৭ তারিখের মধ্যে সিদ্ধান্ত না জানালে ২৮ তারিখে আবারও আমরণ অনশন কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (২৪ জানুয়ারি ) বেলা ১১ টায় কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকে তিন বিষয়ে প্রমোশনের দাবিতে আমরণ অনশন করছেন সাত কলেজের ভুক্তভোগী শিক্ষার্থীরা। এসময় সাত কলেজের অন্তত ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে।অসুস্থ হয়ে পড়া সাত কলেজের শিক্ষার্থীরা হলেন- সরকারি তিতুমীর কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী রায়হান, কবি নজরুল সরকারি কলেজের ব্যবসা বিভাগের শিক্ষার্থী হাসান, বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী নিগাত ও ইডেন কলেজের শিক্ষার্থী আফরিন সুলতানা।তাদের সবাইকে আন্দোলনস্থলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। -ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়