শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ০৫:০৩ সকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ০৫:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবার জয়ে ফিরল রোনালদোর জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক : [২] এক ম্যাচ পরই জয়ে ফিরলো জুভেন্টাস। দুই অর্ধের দুই গোলে বোলোনিয়াকে হারিয়েছে সেরি আর টানা নয়বারের চ্যাম্পিয়নরা।

[৩] আলিয়াঞ্জ স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় সন্ধ্যায় লিগ ম্যাচটি ২-০ গোলে জেতে স্বাগতিকরা। আর্থারের গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ওয়েস্টন ম্যাককেনি।

[৪] এবারের সেরি আয় শুরু থেকেই সময়টা ভালো যাচ্ছে না জুভেন্টাসের। প্রথম ১২ ম্যাচে ছয় ড্রয়ের পর ডিসেম্বরে ফিওরেন্তিনার বিপক্ষে ঘরের মাঠে তারা হেরে বসে ৩-০ গোলে। এরপর টানা তিন ম্যাচ জয়ের পর গত রাউন্ডে ইন্টার মিলানের মাঠে হারে তারকাসমৃদ্ধ তুরিনের দলটি।

[৫] ইন্টারের বিপক্ষে সবশেষ ওই ম্যাচে তিন পয়েন্ট হারানোর পাশাপাশি বড্ড সাদামাটা পারফরম্যান্সে সমালোচিত হয় জুভেন্টাস। কোচ আন্দ্রেয়া পিরলোও ক্ষোভ প্রকাশ করেছিলেন। এবার তাই জয়ে ফেরার পাশাপাশি খেলার উন্নতির চ্যালেঞ্জও ছিল তাদের সামনে। ১৮ ম্যাচে ১০ জয় ও ছয় ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠছে জুভেন্টাস। সমান পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে এক ম্যাচ বেশি খেলা আতালান্তা। ১৯ ম্যাচে ১৩ জয় ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে এসি মিলান। ২ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে ইন্টার মিলান। তিন নম্বরে থাকা রোমার পয়েন্ট ৩৭। বিডিনিউজ / রোমটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়