শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২১, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২১, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জুড়ীতে হাম-রুবেলা টিকা দানে বাধা দেয়ায় দু’জনকে কারাদণ্ড

স্বপন দেব: [২] মৌলভীবাজারের জুড়ীতে একটি কমিউনিটি ক্লিনিকে হাম-রুবেলা টিকা দান কাজে স্বাস্থ্য কর্মীদের বাঁধা দেয়া ও শারীরিক হেনস্তা করায় ক্লিনিকের ভূমিদাতাকে একদিন ও তার পুত্রকে এক মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ঘটনাটি রোববার(২৪ জানুয়ারি) সকালে জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ইউসুফনগরর এলাকায় ঘটেছে।

[৩] স্বাস্থ্য কর্মী নকুল দাস অভিযোগ করেন, হাম-রুবেলা টিকা দানের জন্য আমিসহ তিনজন স্বাস্থ্য কর্মী রোববার সকালে ইউসুফনগর কমিউিনিটি ক্লিনিকে যাই। সেসময় ক্লিনিকের ভূমিদাতা মুন্সী মঞ্জুর আলীর পুত্র আব্দুল মন্নান ও তার পুত্র নজরুল ইসলাম কয়েকজন লোক নিয়ে ক্লিনিকে এসে টিকা দানে বাঁধা প্রদান করেন। আমরা এর কারণ জানতে চাইলে আমাদের সাথে খারাপ আচরণ ও শারীরিক ভাবে হেনস্থা করেন।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করি। তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পান এবং তাৎক্ষনিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আব্দুল মন্নানকে একদিন ও তার পুত্র নজরুল ইসলামকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

[৫] তারা জানান, এ কমিউনিটি ক্লিনিকের ভূমিদাতা আব্দুল মন্নান ইতিপূর্বে আরো কয়েকবার স্বাস্থ্য কর্মীদের সাথে এরকম খারাপ আচরণ করেন ও ক্লিনিকে তালা লাগিয়ে দেন। তার (আব্দুল মন্নান) এর কথামত নাকি ক্লিনিক চলতে হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়