শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১১:৪৯ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তুতি সম্পন্ন ২৬ জানুয়ারি, ২৮ জানুয়ারি সকাল ৮ থেকে টিকা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে

শাহীন খন্দকার: [২] হাসপাতালের কর্মীদের সংশয় দূর করতে প্রথম করোনা টিকা নিতে আগ্রহী ঢামেক পরিচালক । ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে টিকা দেওয়ার স্থান নির্ধারণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর্ন্তজাতিক স্বাস্থ্য সংস্থার গাইড লাইন অনুযায়ী ইতিমধ্যে ইপিআইয়ের প্রশিক্ষন প্রাপ্ত ৩ জন চিকিৎসকের নিকট থেকে ঢামেক এর ১৫ জন চিকিৎসক-নার্স প্রশিক্ষণ নিয়েছেন।

[৩] এসব প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার-নার্স প্রতি বুথে ১০০ থেকে দেড়শ জনকে টিকাদান করবেন। টিকা দেওয়ার পরে ওই ব্যক্তিকে আধাঘণ্টা অবজারভেশনে রাখা হবে। সেখানে ৪ জন ভলেণ্টিয়ারসহ চিকিৎসকদের একটি টিম থাকবে। সেই সঙ্গে যারা ভ্যাকসিন নিবেন পরবর্তীতে তাদের সাঙ্গে হাসপাতাল কতৃপক্ষ যোগাযোগ রাখবেন ।

[৪] ঢামেক পরিচালক আরও বলেন, ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রনালয়সহ স্বাস্থ্য অধিদপ্তর-রেডক্রিসেন্টের উর্ধ্বতন কর্মকর্তারা টিকা দেওয়ার স্থান হাসপাতালের জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে পরিদর্শন করেছেন। সরকারের নির্দেশ অনুযায়ী কেন্দ্রে চারটি বুথ হবে। পর্যায়ক্রমে বুথের সংখ্যা বাড়তে ও পারে।

[৫] প্রতি বুথে দুইজন নার্স এবং একাধিক চিকিৎসক থাকবেন। টিকা দেওয়ার প্রথম দিনের পর বিরতির সময়ে ইপিআইএর অভিজ্ঞদের মাধ্যমে আরও প্রশিক্ষণ দেয়া হবে চিকিৎসকসহ নার্সদের। সরকারের নির্দেশে সকল প্রস্তুতি এগিয়ে চলছে যা আগামী ২৬ জানুয়ারির মধ্যে সম্পন্ন হবে।

[৬] তিনি বলেন, ঢাকা মেডিকেলে প্রথমে চিকিৎসক, নার্স স্বাস্থ্যকর্মীসহ আনসারদের টিকা দেয়া হবে। তবে প্রথম কাকে দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন তাদের তালিকাসহ এনআইডি কার্ড স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। তবে অ্যাপসের মাধ্যমে যারা নিবন্ধন করবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়