শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১১:০৮ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে ৪শ বোতল চোলাইমদসহ আটক ২

গাজীপুর প্রতিনিধি: [২] রোববার (২৪ জানুয়রি) দুপুরে টঙ্গীর দিক্ষণ আরিচপুর এলাকায় অভিযাচালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার এরশাদনগর এলাকার ১নং ব্লকের ৪৬৮ নং বাসার মৃত জামাল শেখের ছেলে কাজী নজরুল ইসলাম শেখ (৪৮), এবং একই এলাকার আরিচপুর এলাকার হাবিবুল্লা রহমানের বাড়ীর ভাড়াটিয়া কুমিল্লা জেলার দেবীদ্বার থানার আব্দুল্লাপুর এলাকার মো: আনোয়ার হোসেনের ছেলে মো: দেলোয়ার হোসেন (৩৪)।

[৩] র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানার টঙ্গী বাজার এলাকায় দেশীয় চোলাইমদ ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার দক্ষিণ আরিচপুর মফিজ কমিশনার রোড আজমত আলী স্মৃতি সংসদের সামনে পাকা রাস্তার উপর দুপুর দেড়টার দিকে অভিযান চালানো হয়। অভিযানে চারশ বোতলে একশ ষাট লিটার দেশীয় চোলাইমদসহ দুই মাদক ব্যবসয়ী নজরুল ইসলাম ও দেলোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত চোলাইমদের আনুমানিক মূল্য আশি হাজার টাকা।

[৪] তিনি আরো জানান, আটককৃতরা প্রথমিক জিজ্ঞাসাবাদের জানিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন স্থানে দেশীয় তৈরী চোলাইমদের ব্যবসা করতো। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়