শিরোনাম
◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় অটোরিক্সা-ভ্যান শ্রমিকদের দাবি আদায়ে আবারও বিক্ষোভ

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার পৌরসভা থেকে অটোরিক্সা-ভ্যান-ইজিবাইক এর ট্রেড লাইসেন্স প্রদান, অটোরিক্সা ভাংচুর, শ্রমিকদের শারীরিক- মানসিক নির্যাতন বন্ধ করা, রাস্তায় মোটরসাইকেলসহ গাড়ি পার্কিং বন্ধ করা, ফুটপাত দখলমুক্ত করাসহ ৫ দফা দাবিতে রোববার (২৪ জানুয়ারি) অটোরিক্সা-ভ্যান শ্রমিক ও মালিক সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ১১টায় মাটিডালিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

[৩] সংগ্রাম পরিষদের আহবায়ক আলহাজ্ব কবির হোসেন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রমিক নেতা আব্দুল হাই এর পরিচালনায় বক্তব্য রাখেন- শ্রমিক নেতা আমিনুল ইসলাম, শ্রমিক নেতা মাসুদ পারভেজ, প্রভাষক রঞ্জন কুমার দে ও সোহাগ প্রমূখ ।

[৪] এসময় বক্তারা বলেন, শহরের যানজট নিরসনের নামে প্রশাসন শহরের প্রাণকেন্দ্রে অটোরিক্সা-ভ্যান ঢুকতে দিচ্ছে না। অথচ যানজটের জন্য দায়ী অপ্রতুল রাস্তা। এর পাশাপাশি শহরের অভিজাত রেস্টুরেন্ট, বেসরকারি হাসপাতাল, ব্যাংক, শপিং মলের সামনে রাস্তা দখল করে মটরসাইকেল ও গাড়ি পার্কিং করে রাখা হয়। ফুটপথগুলো ব্যবসায়ীদের দখলে। এদিকে পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই। তারা মিথ্যা অযুহাতে অটোরিক্সা-ভ্যানকে অবৈধ ঘোষণা করে কয়েক লক্ষ মানুষের জীবন অনিশ্চিত করে তুলেছে। এসব যানবাহন আমদানী করা,

[৫] দেশের অভ্যন্তরে ক্রয় বিক্রয়ে সরকারি কোনও নিষেধাজ্ঞা নেই। তাহলে এসব রাস্তায় চালানো অবৈধ কেন তা বোধগম্য নয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সরকার মন্ত্রণালয় ২০০৯ সালের আইন কে সংশোধন করে ২০১৪ সালের ২১ অক্টোবর যে গেজেট প্রকাশ করে, তার ৬নং অনুচ্ছেদ এর ১৭নং ধারা অনুযায়ী ভাড়ায় বা বাণিজ্যিক কাজে চালিত তিন চাকার যান্ত্রিক যানবাহনের ৪০০ টাকা ফির মাধ্যমে লাইসেন্স প্রদান করার কথা বলা হয়েছে। তারপরও বগুড়া পৌরসভা কেন সময় ক্ষেপন করছে? সরকারি উদ্যোগে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করা পযর্ন্ত সুষ্ঠুভাবে অটোরিক্সা- ভ্যান- ইজিবাইক চালানোর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

[৬] বক্তারা আরও বলেন, ৫ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে। আগামী ১ সপ্তাহের মধ্যে কর্তৃপক্ষ কার্যকরী কোন উদ্যোগ গ্রহণ না করলে ধর্মঘট ও হরতালের মতো কঠিন কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন। আর সেই আন্দোলনে সকল শ্রমিকদের অংশগ্রহণ করার আহবান জানান।

[৭] উল্লেখ্য, সংগ্রাম কমিটির আহ্বানে মাটিরডালি থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা হওয়ার কথা থাকলেও প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে কর্মসূচী স্থগিত করা হয়। সম্পাদনা: জেরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়