শিরোনাম
◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৮:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক নেতা শাবান মাহমুদকে সংবর্ধনা দিলো বিসিআরএ

মনিরুল ইসলাম: [২] দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে মিনিস্টার (প্রেস) হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিসিআরএ) পক্ষ থেকে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র বিশেষ প্রতিনিধি সাংবাদিক শাবান মাহমুদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

[৩] রাজধানীর ইস্কাটনে রেড অর্কিড হোটেলে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

[৪] বাংলাদেশ’র কালচারাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিল্ম ক্লাবের সাধারণ সম্পাদক চলচ্চিত্র অভিনেতা ওমর সানি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, সিনিয়র সাংবাদিক মুফদি আহমেদ, চলচ্চিত্র পরিচালক মো. ইকবাল, পলিটিক্যাল রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মহসিন হোসেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, চলচ্চিত্র অভিনেত্রী শিরিন শিলা, দৈনিক আমাদের নতুন সময়ের চিফ রিপোর্টার আবুল বাশার নুরু প্রমুখ।

[৫] অনুষ্ঠানে বক্তারা সবাই জনপ্রিয় সাংবাদিক শাবান মাহমুদের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

[৬] তারা সবাই শাবান মাহমুদের নতুন কর্মস্থল দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকালের সফলতা কামনা করেন।

[৭] শাবান মাহমুদ বলেন, নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই দেশে ফিরে এসে পুনরায় সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করবেন।সুখে দুঃখে সাংবাদিকদের পাশে থাকাই তার লক্ষ্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়