শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়া মেয়র পদে বিএনপির মনোনয়ন ফরম কিনলেন সিরাজুল ইসলাম

তৌহিদুর রহমান: [২] আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম সিরাজ।

[৩] রোববার (২৪ জানুয়ারি) সকালে শহরের ফুলবাড়িয়া কনভেনশন হল সংলগ্ন বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জিল্লুর রহমানের কাছ থেকে তিনি মনোনয়ন ফরম নেন।

[৪] এ সময় তিনি বলেন, আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে আমি সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে দলীয় মনোনয়ন ফরম ক্রয়
করেছি। আমি আশা করি দলের প্রতি আমার ত্যাগ বিবেচনায় দল আমার অংশগ্রহণকে সুবিবেচনায় নিবেন। তবে আমি দলীয় সিদ্ধান্তের প্রতি
শ্রদ্ধাশীল। দলের সর্বোচ্চ ফোরাম যে সিদ্ধান্ত নেবে আমি তাই মেনে নেব এবং দল যাকে মনোনীত করবে আমি তার পক্ষেই নিবেদিত হয়ে কাজ করব।

[৫] সভায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজম, পৌর বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিন রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নিয়ামুল হুদা, আসাদুজ্জামান শাহীন, মোঃ সালাউদ্দিন প্রমূখসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসবক দলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

[৬] উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়