শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ০৪:২৮ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুজিববর্ষের সেরা কাজ হয়েছে অনেক গৃহহীনকে গৃহ উপহার দেয়া

গাজী নাসিরুদ্দিন: মুজিববর্ষে জগত বিখ্যাত পণ্ডিতদের পাবলিক লেকচার শুনতে পারবো বলে আশা ছিল। এমন একটা ইভেন্টে আমরা তাদের নিমন্ত্রণ করতে পারতাম। একশজন পণ্ডিত একশোটা লেকচার দিতেন। ধরেন কন্ডেন্সড ম্যাটার ফিজিক্স নিয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর ছেলে ড. জাহিদ হোসেন বক্তৃতা করতেন। বিশ্বখ্যাতরা পাশের দেশ ভারতে প্রায়ই আসেন। খোদ ভারতেরই অনেক পণ্ডিত জগতখ্যাত। পাকিস্তানী অর্থনীতিবিদ আনোয়ার শেখ পুঁজিবাদ নিয়ে এক বই লিখে তোলপাড় ফেলে দিয়েছেন।

দাওয়াত দিলে জিজেক কি আসতেন না? আগামী ২৭ জানুয়ারি অমর্ত্য সেন লন্ডন স্কুল অফ ইকোনোমিকসে বঙ্গবন্ধু শেখ মুজিবের ওপর বক্তৃতা করবেন। বেশ আগ্রহ নিয়ে শোনার অপেক্ষা করছি। এমনটা একশোটা আলোচনা তরুণদের আকর্ষণ করতে পারতো। মুজিববর্ষ এই বছরও চলবে। এমন একটি আয়োজনের আশা তাই থেকেই গেল। ঘটনাক্রমে এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়েরও শতবর্ষপূর্তি হচ্ছে।

মুজিববর্ষের সৌজন্যে সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়কে এইরকম একটি আয়োজনের দায়িত্ব দিতে পারে। বাংলাদেশের জন্ম থেকে বঙ্গবন্ধুর মত ঢাকা বিশ্ববিদ্যালয়কেও আলাদা করে দেখা কঠিন। আলাদা করার কঠিন কাজটা অন্যরা করুক। আমরা সহজ দৃষ্টিতে একভাবেই না হয় দেখি। নিজের আগ্রহের কথা অনেক হলো। মুজিববর্ষের সেরা কাজ হয়েছে অনেক গৃহহীনকে গৃহ উপহার দেয়া। এতে অন্তত একটি কাজ হল যে, গৃহ ও ভূমিহীনদের অধিকারকে রাষ্ট্র আরো একবার স্বীকার করল। মুজিববর্ষে এরকম আরো ভাল ভাল কাজ চাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়