শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৪৬ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০২১, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশকে স্বাধীনতার ঘোষণার বিপরীতে ঠেলে দেওয়া হয়েছে: সাইফুল হক

সমীরণ রায়: [২] বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আরও বলেন, এক দেশে দুই সমাজ দুই অর্থনীতি কায়েম হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার রুদ্ধ করে দেশে কর্তৃত্ববাদী শাসন চালু করা হয়েছে।

[৩] তিনি বলেন, এই জনপদের মানুষের কয়েক হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ তথা স্বাধীনতার সংগ্রাম। ইতিহাসের রক্তক্ষয়ী এই সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ তার স্বাধীন রাজনৈতিক ভূখণ্ড অর্জন করে। কিন্তু এদেশের শাসকশ্রেণি আর শাসক গোষ্ঠীর ব্যর্থতায় জনগণের স্বপ্নভঙ্গ হয়েছে। তাদের গণতান্ত্রিক আশা-আকাঙ্ক্ষা প্রতারিত হয়েছে।

[৪] এসময় মুক্তিযুদ্ধের মৌল চেতনা-স্বাধীনতার ঘোষণার দেশ পরিচালনায় জনগণের নতুন বৃহত্তর আদর্শিক ও রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান সাইফুল হক।

[৫] শনিবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

[৬] শনিবার ঢাকার সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন-নঈম জাহাঙ্গীর, ইফতেখার আহমেদ বাবু, অধ্যাপক মাহমুদুর রহমান মাসুম, মহিউদ্দীন আহমেমদ, হাসান ফখরী, আবদুল মালেক, তাসমিন রানা, জুলফিকার রাসেল, বহ্নিশিখা জামালী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়