শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে তক্ষক উদ্ধার, ৭ পাচারকারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দারুস সালাম এলাকায় অভিযান চালিয়ে ১টি তক্ষকসহ ৭ জন পাচারকারীকে আটক করেছে র‌্যাব-৪। পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন বিভাগের পরিদর্শক নারগিস সুলতানা লিজা এর সহযোগিতায় শুক্রবার র‌্যাব-৪ দারুস সালামের মাজার রোড এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদের নেতৃত্বে এটি পরিচালিত হয়।

অভিযানকালে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক সংরক্ষণ ও পাচার করার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে ৭ জন পাচারকারীকে কারাদন্ড ও অর্থদন্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্তরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (৩৪), সজিব (২৩), সাইফুল ইসলাম (৫৮), ইউসুফ (৪১), শাহাবুদ্দিন (৩৯), আনিসুর রহমান (৪৮) ও জাকির হোসেন (৪২)। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। তাদের কেরাণীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

উদ্ধার তক্ষকটি বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন বিভাগের কর্মকতাদের উপস্থিতিতে মিরপুর-১ এ জাতীয় উদ্ভিদ উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাজাপ্রাপ্তরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে তক্ষকসহ অন্যান্য বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে চড়াদামে বিক্রি করছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়