শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৯:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘নো মাস্ক নো স্কুল’ নীতিতে চলবে শিক্ষাপ্রতিষ্ঠান: মাউশি

শরীফ শাওন: [২] শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরাতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য এই নীতি বাধ্যতামূলক করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। ১২ বছরের অধিক সকলকে মাস্ক পরিধান করতে নির্দেশণা দিতে হবে। প্রতিষ্ঠানসমুহকে ৪ ফেব্রুয়ারির মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে এবং প্রথম ১৫ দিন চলবে পরীক্ষামূলক ক্লাস।

[৩]মাউশির গাইডলাইনে আরও বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের চারপাশসহ শ্রেণিকক্ষের সকল উপকরণ তালিকা অনুযায়ী নিয়মিত জীবাণুমুক্ত করতে হবে, পর্যাপ্ত আলো বাতাসের সুব্যবস্থা রাখতে হবে। তালিকাটি বিদ্যালয়ে ঝুলিয়ে রাখতে হবে। শিক্ষার্থীদের আসন, হাত ধোয়াসহ সকল কার্যক্রমে ১ মিটার দূরত্ব নিশ্চিত করতে হবে। প্রতি ৩০ ছাত্রী ও ৬০ ছাত্রের জন্য ১টি টয়লেট নিশ্চিত করতে হবে।

[৪]আরও বলা হয়, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রথম ১৫ দিনের পাঠদান পরিকল্পনায় শিক্ষার্থী অনুপাতে শিফট ভাগ করতে হবে। শ্রেণিকক্ষের আসন সে হিসেবে নির্ধারণ হবে। কোন শিক্ষার্থী কবে ক্লাসে উপস্থিত থাকবে এ বিষয়ে তালিকা তৈরি করে অভিভাবকদের অবহিত করা এবং দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাঠদানে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ। এছাড়াও শিক্ষার্থীরা নিজ বাসা থেকে খাবার ব্যবস্থা ও দূরত্ব বজায় রেখে গণপরিবহন ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। প্রতিটি প্রতিষ্ঠানে তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখতে বলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়