শিরোনাম
◈ পাওয়ার প্লেতে বাংলাদেশের তিন উইকেট পতন, ব্যাটিংয়ে শান্ত-মুশফিক ◈ শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ◈ ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র ◈ মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু ◈ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের ◈ গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে: রিজভী ◈ আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত ◈ বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম ◈ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল ◈ ডেঙ্গু সংকটে নতুন শঙ্কা জলাবদ্ধতা, নিয়ন্ত্রণে সজাগ ডিএনসিসি: সেলিম রেজা

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:২০ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেনের পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের প্রতি বাংলাদেশের সমর্থন

দেবদুলাল মুন্না:[২] গত শুক্রবার জাতিসংঘের বেশ কিছু সদস্যরাষ্ট্র আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ প্রতিশ্রুতির কথা জানান জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা। এ তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইব্রাহিম চৌধুরী।

[৩] রাবাব ফাতিমা বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি অটল থাকা বাংলাদেশের সাংবিধানিক প্রতিশ্রুতি। যার ফলে এই চুক্তি স্বাক্ষরকারী প্রথম ৫০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশও। তিনি ১৯৭৪ সালে সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদাত্ত আহ্ববান জানিয়েছিলেন, তা উল্লেখ করেন। পারমাণবিক অস্ত্রের অমানবিক ও বিধ্বংসী পরিণতির কথা তুলে ধরে রাবাব ফাতিমা যেসব রাষ্ট্র এখনো এই চুক্তি স্বাক্ষর করেনি, তাদের সই করার আহ্ববান জানান, যাতে এটির সর্বজনীন প্রয়োগ করা সম্ভব হয়।

[৪] যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, সুইজারল্যান্ডের জেনেভা ও অস্ট্রিয়ার ভিয়েনায় একযোগে আয়োজিত হয় এই ভার্চ্যুয়াল অনুষ্ঠান। এতে অন্যান্য দেশের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশও।

[৫] প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্ববানে সাড়া দিয়ে বাংলাদেশ ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে স্বাক্ষর করে। পরে জাতিসংঘের ৭৪তম অধিবেশন চলাকালে ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর চুক্তিটি অনুসমর্থন করে বাংলাদেশ।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়