শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাশিমপুর কারাগার-১ এর কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

নিউজ ডেস্ক : বন্দীদের সাক্ষাতসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে গাজীপুরের কাশিমপুর কারাগার-১ এর কর্মকর্তাদের বিরুদ্ধে। করোনাকালীন সময়ে কারাগারে আটক বন্দীদের সুরক্ষার কথা বিবেচনা করে কয়েদিদের সাথে সাক্ষাত বন্ধ করে কারা কর্তৃপক্ষ। কিন্তু এই আদেশ অমান্য করে হলমার্ক কেলেঙ্কারির ঘটনা আটক প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জিএম) তুষার আহমদের সাথে কারাগারের ভেতরে সাক্ষাৎ করে এক নারীসহ তিনজন।

এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পরে নড়েচড়ে বসে প্রশাসন। থলের বেড়াল বের হয়ে আসতে শুরু করে। একের পর এক অভিযোগ আসতে শুরু করে কাশিমপুর কারাগার-১ এর কর্মকর্তাদের বিরুদ্ধে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, তাদের কারাগারের ভেতর সাক্ষাতের ব্যবস্থা করে দিয়ে বের হয়ে যান জেল সুপার রত্না রায়। এই ঘটনায় আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি বলছে সাক্ষাতের বিষয়টি সত্যতা পেয়েছে তারা।

গত ৬ জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট-১ আটক হলমার্কের মহাব্যবস্থাপক (জিএম) তুষারের সাথে তার স্ত্রী রাজকীয়ভাবে সাক্ষাৎ করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ১২টা ৫৬ মিনিটে তুষারের স্ত্রী কারাগারে প্রবেশের পর ১টা ৪ মিনিটে তুষার তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে একটি কক্ষে প্রবেশ করে। সোয়া একটার দিকে জেল সুপার কারাগার থেকে বের হয়ে যান। এরপর তুষার একটি কক্ষে ওই নারীকে নিয়ে প্রায় ঘণ্টাখানেক সময় অতিক্রম করেন।

তবে এ ঘটনায় কারাগারের জেল সুপারের কোনো বক্তব্য পাওয়া না গেলেও ডেপুটি জেলার সাকলাইন জানান, জেল সুপারের নির্দেশে তুষারকে তার স্ত্রীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেয়া হয়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। এরই মধ্যে তদন্ত কমিটি তদন্ত করে সাক্ষাতের বিষয়টি সত্যতা পেয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

শুধু বন্দীদের সাক্ষাৎ নয়, নানা অনিয়মের অভিযোগ রয়েছে এই কারাগারের কর্মকর্তাদের বিরুদ্ধে। সম্প্রতি জেল থেকে ছাড়া পাওয়া এক যুবক জানান, কারাগারের ভেতরে মাদক বেচাকেনাসহ চলে নানা অনিয়ম। কারাগারের ভেতরে পচা সবজি ও মাছ সরবরাহের অভিযোগ রয়েছে। সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়